📚 বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি ?
- Author: Siam Al Mahmud
- Published: 1 month ago
- Category: বাংলা সাহিত্য (Bangla Literature)
-
Explanation:
স্বর্ণকুমারী দেবী (১৮৫৫) দীপনির্বাণ নামক উপন্যাস প্রকাশ করে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক পদবী সংগ্রহ করেন। তিমি একাধারে কবি, নাট্যকার, সাংবাদিক ও সমাজকর্মী ছিলেন। তিনি জোড়াসাকোঁর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। স্বর্ণকুমারী দেবেন্দ্রনাথ ঠাকুর এর দশম সন্তান এবং রবীন্দ্রনাথ ঠাকুর এর ভগ্নী। সমকালীন রীতি অনুযায়ী স্বর্ণকুমারী বাড়িতে শিক্ষালাভ করেন। বারো বছর বয়সে তাঁকে ডেপুটি ম্যাজিস্ট্রেট জানকীরাম ঘোষালের সাথে বিয়ে দেয়া হয়। তাঁর স্বামী কলকাতার ভদ্রলোক সমাজের একজন প্রগতিশীল সদস্য ছিলেন। তিনি তাঁর স্ত্রীকে লেখালেখি ও সমাজ সেবার কাজে উৎসাহিত করেন। ছোটবেলা থেকেই স্বর্ণকুমারী সাহিত্যের ক্ষেত্রে প্রতিভার ছাপ রাখেন এবং জোড়াসাঁকোর সাংস্কৃতিক পরিমন্ডল ও সাহিত্য কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।
স্বর্ণকুমারী দীর্ঘ ত্রিশ বছর মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক হিসেবে খ্যাতি লাভ করেন। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস - দীপনির্বাণ (প্রথম; ১৮৭৬), মেবার জয়, ছিন্ন মুকুল, মালতী, স্বপ্নবাণী, বিদ্রোহ, মিলনরাত্রি।
-
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে মুসলিম নারীজাগরণের অগ্রদূত বলা হয়।
-
কাদম্বরী দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী।
-
ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন একাধারে জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি। তার জনহিতকর কাজের জন্য মহারানী ভিক্টোরিয়া ১৮৮৯ সালে তাকে 'নবাব' উপাধিতে ভূষিত করেন।