📚 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' কার লেখা ?
- Author: Siam Al Mahmud
- Published: 1 week ago
- Category: বাংলা সাহিত্য (Bangla Literature)
-
Answer: ✨ আবুল মনসুর আহমদ ✨
Explanation:
আবুল মনসুর আহমদের রাজনীতি বিষয়ক গ্রন্থ 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর'। তিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী এবং ১৯৫৬-৫৭ পর্যন্ত সোহরাওয়ার্দী মন্ত্রিসভার শিল্প ও বাণিজ্যমন্ত্রী ছিলেন। তার রচিত উপন্যাস- সত্য মিত্যা, জীবনক্ষুধা, আবে হায়াত ইত্যাদি। তার রচিত গল্পগ্রন্থ- আয়না, ফুড কনফারেন্স, আসমানী পর্দা ইত্যাদি।
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন