📚 ২০২৫ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে 'মানুষ' হিসেবে স্বীকৃতি দেয় ?

  • Author: Siam Al Mahmud
  • Published: 2 weeks ago
  • Category: আন্তর্জাতিক বিষয়াবলী (International Affair)
Answer: ✨ Mount Taranaki ✨


Explanation:

৩০ জানুয়ারি ২০২৫ নিউজিল্যান্ডের পার্লামেন্টে আইনিভাবে মাউন্ট তারানাকি বা তারানাকি মাউঙ্গা পর্বত একজন মানুষ হিসেবে স্বীকৃতি পায়। নতুন আইন অনুযায়ী, তারানাকি মাউঙ্গার মানুষ সত্তার নাম দেওয়া হয় 'তে কাহুই তুপুয়া'। এখন এই পর্বত ও তাঁর আশপাশের ভুমিকে জীবন্ত ও অবিভাজ্য সত্তা হিসেবে গণ্য করা হবে। এই পর্বতকে স্থানীয় মাওরি জনগোষ্ঠী বরাবরই তাদের পূর্বপুরুষ হিসেবে ভেবে এসেছে। কিন্তু অষ্টাদশ এবং উনবিংশ শতকের উপনিবেশিকরা তাদের কাছ থেকে এই পবিত্র ভূমি কেড়ে নেয়। নিউজিল্যান্ড বিশ্বে প্রথম দেশ, যেখানে প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর আগে ২০১৪ সালে তে উরেওরা নামে এক বিশাল বনভূমিকে এই মর্যাদা দেওয়া হয়। ২০১৭ সালে ওয়াঙ্গানুই নদীকেও একই স্বীকৃতি দেওয়া হয়।

Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন

Trending Posts