📚 'রুখের তেন্তুলি কুমীরে খাই' -এর অর্থ কী?
- Author: Siam Al Mahmud
- Published: 1 week ago
- Category: Bangla
Answer: ✨ গাছের তেঁতুল কুমিরে খায় ✨
Explanation:
চর্যাপদের প্রায় সকল চার্যাগীতিরই দুটি রুপ পাওয়া যায়। একটি রূপান্তর আর একটি রুপকার্থ। তেমনি চর্যাপদের পদকার/পদকারী কুক্কুরীপাদ। ২নং চর্যাগীতি তাঁর লেখা। যার রাগ গবড়া (গউড়া)। চর্যাটি-
দুলি দুহি পিটা ধরণ ন জাই।
রুখের তেন্তুলি কুম্ভীরে খাঅ/ই।।
আঙ্গন ঘরপণ সুন ভো বিআতী।
কানেট চৌরি নিল অধরাতী।।
সসুরা নিগ গেল বহুড়ী জাগঅ/ই।
কানেট চোরে নিল কা গই মাগঅ/ই।।
দিবসই বহুড়ী কাউই ডরে ভাঅ।
রাতি ভইলে কামরু জাঅ।
অইসনি চর্য্যা কুক্কুরীপাএঁ গাইউ।
কোড়ি মঝেঁ একু হিঅহি সমাইউ।।
এই চর্যার অংশ-
দুলি দুহি পিটা ধরণ ন জাই।
রুখের তেন্তুলি কুম্ভীরে খাঅ/ই।।
এর আধুনিক বাংলায় রূপান্তর "কাছিম দুইয়ে পিটায় ধরা যাচ্ছেনা। গাছের তেঁতুল সব কুমিরেই খায়।" যার রুপকার্থ "যারা অনভিজ্ঞ তারা চিত্তকে নির্বাণমার্গে চালিত করতে পারেনা, সহজানন্দও উপভোগ করতে পারেনা; কিন্তু যে গুরুর উপদেশ পেয়েছে সে কুন্তক সমাধির সাহায্যে তাঁর চিত্তকে নিঃস্বভাবে নিয়ে যেতে পারে।"