📚 'রাবণ-অনুজ, লক্ষি রাবণ-আত্মজে'-এখানে 'লক্ষি' শব্দটি কোন পদ ?

  • Author: Siam Al Mahmud
  • Published: 1 week ago
  • Category: বাংলা
Answer: ✨ ক্রিয়া ✨


Explanation:

কেন ক্রিয়া পদ তা জানতে আগে জেনে নেই কাব্যে উক্তিটুকু কি বলা আছে- হেন অপমান আমি,-ভ্রাতৃ-পুত্র তব? তুমিও, হে রক্ষোমণি, সহিছ কেমনে?” মহামন্ত্র-বলে যথা নরশিরঃ ফণী, মলিনবদন লাজে, উত্তরিলা রথী রাবণ-অনুজ, লক্ষি রাবণ-আত্মজে; “নহি দোষী আমি, বৎস; বৃথা ভর্ৎস মোরে তুমি! নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা এ কনক-লঙ্কা রাজা, মহিলা আপনি! বিরত সতত পাপে দেবকুল; এবে পাপপূর্ণ লঙ্কাপুরী; প্রলয়ে যেমতি বসুধা, ডুবিছে লঙ্কা এ কালসলিলে!

এর অর্থ দাঁড়ায়- হেন (এই) অপমান আমি,-ভ্রাতৃ-পুত্র তব? (তোমার ভাতিজা হয়ে এই অপমান আমি কীভাবে সহ্য করব) তুমিও, হে রক্ষোমণি, সহিছ কেমনে?” মহামন্ত্র-বলে যথা (যেভাবে) নম্রশিরঃ ফণী, (মন্ত্রের কারণে সাপ যেভাবে মাথা নিচু করে থাকে) মলিনবদন লাজে, উত্তরিলা রথী (মলিন ও লজ্জা মুখে বিভীষণ মেঘনাদকে লক্ষ্য করে উত্তর দিল) রাবণ-অনুজ (বিভীষণ), লক্ষি (লক্ষ্য করে) রাবণ-আত্মজে; (মেঘনাদ) “নহি দোষী আমি, বৎস; বৃথা ভর্ৎস মোরে (শুধু শুধু আমাকে তিরস্কার করছ) তুমি! নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা (বিপদগ্রস্ত করা) এ কনক-লঙ্কা (স্বর্গীয় লঙ্কারাজ্য) রাজা, মজিলা আপনি! (বিপদে পড়া) বিরত সতত পাপে দেবকুল; এবে (এখন) (দেবতাদের সর্বদা পাপমুক্ত থাকা উচিত) পাপপূর্ণ লঙ্কাপুরী; প্রলয়ে যেমতি (মহাপ্রলয়ে পৃথিবী যেভাবে ধ্বংস হয়) বসুধা (পৃথিবী), ডুবিছে লঙ্কা এ কালসলিলে! (সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে)

অর্থাৎ রাবণ-অনুজ, লক্ষি রাবণ-আত্মজে অর্থ বিভীষণ মেঘনাদকে লক্ষ্য করে। এখানে লক্ষ্য করা একটি কাজ। এবার যদি ক্রিয়া পদের সম্পর্কে জানতে চাই, তাহলে বলতে হয় - যে পদের দ্বারা (বা দিয়ে) কোনো কার্য সম্পাদন (অথবা কাজ করা) বোঝায়, তাকে ক্রিয়া পদ বলে। যেহেতু বিভীষণ মেঘনাদকে লক্ষ্য করে বাক্যে লক্ষ্য করা একটি কাজ, তাই এটি ক্রিয়া পদ।

Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন