📚 মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী ?
- Author: Siam Al Mahmud
- Published: 1 week ago
- Category: Bangla
Answer: ✨ পদ্মপুরাণ ✨
Explanation:
বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণির ধর্মবিষয়ক আখ্যান কাব্য 'মঙ্গলকাব্য' নামে পরিচিত। মঙ্গলকাব্য ধারার প্রাচীনতম ধারা মনসামঙ্গল। মনসামঙ্গলের অন্যতম কবি বিজয়গুপ্ত। মনসাদেবীর স্বপ্নাদেশ লাভ করে তিনি কাব্য রচনায় ব্রতী হন। তাঁর রচিত কাব্যের নাম 'পদ্মপুরাণ'। মনসামঙ্গলের আরেক কবি বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম 'মনসাবিজয়'। মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি আলাওল রচিত প্রথম কাব্য 'পদ্মাবতী'।