📚 শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসগুলো কি কি ?
- Author: Siam Al Mahmud
- Published: 1 week ago
- Category: Bangla
Answer: ✨ জাহান্নম হইতে বিদায়, জলাঙ্গী, দুই সৈনিক, নেকড়ে অরণ্য ✨
Explanation:
আরো কিছু মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস সমূহ
- একটি কালো মেয়ের কথা (তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়)
- রাইফেল রোটি আওরাত (আনোয়ার পাশা)
- নিষিদ্ধ লোবান, নীল দংশন, এক যুবকের ছায়াপথ, ত্রাহি (সৈয়দ শামসুল হক)*
- হাঙর নদী গ্রেনেড (সেলিনা হোসেন)
- আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প, দেয়াল (হুমায়ূন আহমেদ)
- যাত্রা, প্রদোষে প্রাকৃতজন [ঐতিহাসিক উপন্যাস] (শওকত আলী)*
- কালো ঘোড়া, সাড়ে তিন হাত ভূমি,মহাযুদ্ধ, ঘেরাও (ইমদাদুল হক মিলন)
- উপমহাদেশ, কাবিলের বোন (আল মাহমুদ)*
- ফেরারী সূর্য (রাবেয়া খাতুন)
- খাচায় (রশীদ হায়দার)
- দেয়াল (আবু জাফর শামসুদ্দীন)
- বিধ্বস্ত রোদের ঢেউ (সরদার জয়েনউদ্দিন)
- এ গোল্ডেন এজ (তহমিমা আনাম)
- আমার বন্ধু রাশেদ (জাফর ইকবাল)
- অবেলায় অসময় (আমজাদ হোসেন)
- জীবন আমার বোন (মাহমুদুল হক)
- পূর্ব-পশ্চিম (সুনীল গঙ্গোপাধ্যায়)
- জীবন ও রাজনৈতিক বাস্তবতা (শহীদুল জহির)
- প্রিয়যোদ্ধা প্রিয়জন (হারুন হাবীব)
- অদ্ভুত আঁধার এক (শামসুর রাহমান)
- আমার যত গ্লানি (রশীদ করীম)
- রাঙা প্রভাত (আবুল ফজল)*
এছাড়াও মনোসমীক্ষামূলক উপন্যাস 'কাঁদো নদী কাঁদো' (সৈয়দ ওয়ালীউল্লাহ)