📚 কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি DeepSeek-এর প্রতিষ্ঠাতা কে ?
- Author: Siam Al Mahmud
- Published: 2 weeks ago
- Category: আন্তর্জাতিক বিষয়াবলী (International Affair)
-
Answer: ✨ লিয়াং ওয়েনফেং ✨
Explanation:
চীনের ঝিনজিয়াং শহরের লিয়াং ওয়েনফেং ২০১৩ সালে হ্যাংঝু ইয়েকেবি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নামে দুটি সংস্থা প্রতিষ্ঠা করেন। ২০১৯ সালে জু জিন ও ঝেং দাউইকে নিয়ে হাই-ফ্লায়ার AI প্রতিষ্ঠা করেন, যা ১০ বিলিয়ন ইউয়ানের বেশি আয় করে। পরে ২০২৩ সালে লিয়াং সময়ের চেয়ে এগিয়ে থাকা সবচেয়ে জটিল সমীকরণ AI প্রযুক্তিকে কেন্দ্র করে DeepSeek উদ্ভাবন করেন। যা ২০২৪-২৫ সালের সর্বোচ্চ ব্যবহৃত এবং ডাউনলোড হওয়া AI প্রযুক্তি।
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন