📚 সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী ?

  • Author: Siam Al Mahmud
  • Published: 4 hours ago
  • Category: Bangla
Answer: ✨ শনিবারের চিঠি ✨


Explanation:

শনিবারের চিঠি বাংলাভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য-সাময়িকী, যা বিংশ শতকের প্রথমার্ধে ১৯২৪ খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এটি ছিল একটি সাপ্তাহিক কাগজ পত্রিকা এবং এর মূল স্বত্বাধিকারী ছিলেন অশোক চট্টোপাধ্যায়। যোগানন্দ দাস এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তবে আদ্যোপান্ত- শনিবারের চিঠি'র প্রাণপুরুষ ছিলেন কবি-সাহিত্যিক সজনীকান্ত দাস। শনিবারের চিঠি দু‌ই পর্যায়ে প্রকাশিত হয়েছিল। এর প্রথম প্রকাশ ১০ই শ্রাবণ ১৩৩১ তথা ১৯২৪ খ্রিস্টাব্দের ২৬শে জুলাই। প্রতিষ্ঠালগ্নে সম্পাদক ছিলেন যোগানন্দ দাস। তবে ভাদ্র ১৩৩১/ফাল্গুন এ ১৩৩১ সংখ্যা (সাপ্তাহিক একাদশ সংখ্যা) থেকে সজনীকান্ত দাস সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এতে যারা লিখেছেন তাদের মধ্যে অন্যতম মোহিতলাল মজুমদার, হেমন্তকুমার চট্টোপাধ্যায়, নীরদচন্দ্র চৌধুরী, পরিমল গোস্বামী প্রমুখ। এঁদের ভাষা ছিল ব্যঙ্গময়। সমালোচনার লক্ষ্য ছিল পিত্ত জ্বালিয়ে দেয়া।

সজনীকান্তের সম্পাদিত আরেকটি বিখ্যাত পত্রিকার নাম 'বঙ্গশ্রী'।

পত্রিকা বিষয়ক আরো কয়েকটি গুরুত্বপুর্ণ তথ্য:
  • 'দিগদর্শন' (১৮১৮) পত্রিকার সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান।
  • 'বঙ্গদর্শন' (১৮৭২) পত্রিকার সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  • 'সবুজ পত্র' (১৯১৪) পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী। 
  • 'বিজলী' (১৯২০) পত্রিকার সম্পাদক নলিনীকান্ত সরকার।
  • 'লাঙল' (১৯২৫) পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। 


উল্লেখ্য যে নলিনীকান্ত সরকারের সম্পাদনায় 'বিজলী' পত্রিকায় কাজী নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম প্রকাশিত হয়।