📚 'চর্যাপদে'র প্রাপ্তিস্থান কোথায় ?
- Author: Siam Al Mahmud
- Published: 1 week ago
- Category: Bangla
Answer: ✨ নেপাল ✨
Explanation:
বিংশ শতাব্দীর প্রথম দিকে ১৯০৭ সালে ড. মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী(১৮৫৩-১৯৩১) নেপালের রাজগ্রন্থাগার থেকে একখানি প্রাচীন পুথি সংগ্রহ করে আনেন। এর প্রায় ১০ বছর পর ১৯১৬ সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে 'বৌদ্ধগান ও দোহা' নামে তাঁর পাওয়া পুথির বিষয়বস্তুকে তাঁর সম্পাদনায় প্রকাশ করেন। 'বৌদ্ধগান ও দোহা' নামে ঐ গ্রন্থটিতে ছিল দুই ধরনের অংশ। একটি ধর্মসম্বন্ধীয় বিধি নিষেধ বিষয়ক কিছু গান, অন্যগুলি দোহা। ধর্মসম্বন্ধীয় বিধিনিষেধগুলির নাম 'চর্যাচর্যবিনিশ্চয়'। এই 'চর্যাচর্যবিনিশ্চয়' থেকেই পরে 'চর্যাপদ' নামটি পাওয়া যায়।