📚 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন ?
- Author: Siam Al Mahmud
- Published: 1 week ago
- Category: Bangla
Answer: ✨ বীরসিংহ গ্রাম, মেদিনীপুর ✨
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ২৬ সেপ্টেম্বর ১৮২০ সালে জন্মগ্রহণ করেন। উনিশ বছর বয়সে তিনি সংস্কৃত কলেজ থেকে 'বিদ্যাসাগর' উপাধি লাভ করেন। তিনিই প্রথম বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করে বাংলা গদ্য ভাষায় যথাযথ যতিচিহ্ন প্রয়োগ করেন। তাকে 'বাংলা গদ্যের জনক' বলা হয়। তাঁর রচিত কয়েকটি গ্রন্থ- প্রভাবতী সম্ভাষণ, বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাস, বর্ণপরিচয়, ব্রজবিলাস, রত্নপরীক্ষা। তিনি ১৮৯১ সালের ২৯ জুলাই যকৃতের ক্যান্সার রোগে কলকাতায় মৃত্যুবরণ করেন।