📚 আলাউদ্দিন আল আজাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি ?
- Author: Siam Al Mahmud
- Published: 3 weeks ago
- Category: বাংলা
-
Answer: ✨ কর্ণফুলি ✨
Explanation:
ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা কর্ণফুলি উপন্যাসটি ১৯৬২ সালে প্রকাশিত হয়। ষাটের দশকে আলাউদ্দিন আল আজাদ রচিত তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০) ও কর্ণফুলী উপন্যাসটি ব্যাপক সাড়া জাগায়। এই উপন্যাসে আঞ্চলিক ভাষার ব্যবহারে দক্ষতার জন্য আলাউদ্দিন আল আজাদ ইউনেসকো পুরস্কার পেয়েছিলেন। এ উপন্যাসে লেখক কর্ণফুলীর তীরে যে সব বিশেষ সম্প্রদায় বসবাস করে তাদের জীবনচিত্র তুলে ধরেছেন। পাহাড় সমুদ্র ঘেরা একটি বিশেষ জনপদ তথা উপজাতীয়দের জীবন চিত্র অবলম্বনে রচিত হয় এই উপন্যাস। উপন্যাসের প্রধান চরিত্র হল- আদিবাসী রাঙ্গামিলা, জলি, রমজান, ইসমাইল।
এছাড়াও আলাউদ্দিন আল আজাদের মনস্তাত্ত্বিক উপন্যাস 'তেইশ নম্বর তৈলচিত্র'। তাছাড়া তাঁর বিখ্যাত উপন্যাস 'ক্ষুধা ও আশা' এবং গল্পগ্রন্থ 'ধানকন্যা'।
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন