📚 'জীবনজালের এপার-ওপার' নামক আত্মজীবনীর লেখক কে ?
- Author: Siam Al Mahmud
- Published: 1 day ago
- Category: বাংলা সাহিত্য (Bangla Literature)
-
Answer: ✨ জোবেরা রহমান লিনু ✨
Explanation:
১৯৭৪ সালে ঢাকায় প্রেস ক্লাবেই প্রথম টুর্নামেন্ট খেলতে এসে রানার আপ হয়েছিলেন লিনু। লিনু তখন এত ছোট যে টেবিলটাও ঠিকঠাক নাগাল পায় না। লাফিয়ে লাফিয়ে সেই ছোট্ট মেয়েটার খেলা দেখে তখন মুগ্ধ হয়েছিল সবাই। ছোট্ট লিনুই এরপর রাজত্ব করেছেন টেবিল টেনিস অঙ্গনে। এমনই যে টানা ১৬ বার চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন। গ্ল্যামার ও খেলোয়াড়ি দ্যুতিতে নারী ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা তারকা হয়ে উঠেছেন। সেই লিনুরই জীবনকথা ‘জীবনজালের এপার-ওপার’।
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন