📚 ২০২৫ সালের একুশে পদক লাভ করেন কতজন ব্যক্তি/দল ?
- Author: Siam Al Mahmud
- Published: 22 hours ago
- Category: বাংলাদেশ বিষয়াবলী (Bangladesh Affair)
-
Explanation:
-
ক্রীড়ায় একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
-
গবেষণায় একুশে পদক পেয়েছেন মঈদুল হাসান (মূলধারা ৭১-এর রচয়িতা)।
-
ভাষা ও সাহিত্যে মরণোত্তর একুশে পদক পেয়েছেন বিশিষ্ট সাহিত্যিক শহীদুল জহির (মো. শহীদুল হক) এবং কবি হেলাল হাফিজ।
-
সংস্কৃতি ও শিক্ষায় একুশে পদক পেয়েছেন খ্যাতিমান ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী এবং দৃকের প্রতিষ্ঠাতা ড. শহীদুল আলম।
-
বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন মেহেদী হাসান খান (অভ্র কী-বোর্ডের উদ্ভাবক)।
-
সাংবাদিকতায় মরণোত্তর একুশে পদক পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহ, আর সাংবাদিকতা ও মানবাধিকারে একুশে পদক পেয়েছেন মাহমুদুর রহমান।
-
চলচ্চিত্রে মরণোত্তর একুশে পদক পেয়েছেন খ্যাতিমান পরিচালক আজিজুর রহমান (ছুটির ঘণ্টা ও অন্যান্য চলচ্চিত্রের নির্মাতা)।
-
সংগীতে একুশে পদক পেয়েছেন উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) এবং ফেরদৌস আরা।
-
আলোকচিত্রে একুশে পদক পেয়েছেন নাসির আলী মামুন।
-
চিত্রকলায় একুশে পদক পেয়েছেন রোকেয়া সুলতানা।
-
শিক্ষায় একুশে পদক পেয়েছেন ড. নিয়াজ জামান, আর সমাজসেবায় মরণোত্তর একুশে পদক পেয়েছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী।