📚 দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন ?

  • Author: Siam Al Mahmud
  • Published: 1 week ago
  • Category: Bangla
Answer: ✨ জমিদার নিজাম শাহ ✨


Explanation:

মধ্যযুগের ষোড়শ শতাব্দীর কবি দৌলত উজির বাহরাম খান। তিনি চট্টগ্রামের জাফরাবাদের শাসনকর্তা জমিদার নিজাম শাহের দেওয়ান ছিলেন। তিনি সাহিত্য রচনায় নিজাম শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন। তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ 'লাইলী-মজনু'। গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় 'ইউসুফ-জুলেখা' কাব্য রচনা করেন শাহ মুহম্মদ সগীর। কবি আলাওলের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন কোরেশী মাগন ঠাকুর। সুলতান বারবক শাহের পৃষ্ঠপোষকতায় 'শ্রীকৃষ্ণবিজয়' কাব্য রচনা করেন মালাধর বসু।