📚 'আসমান' কোন ভাষা থেকে আগত শব্দ ?

  • Author: Siam Al Mahmud
  • Published: 5 days ago
  • Category: বাংলা ব্যকরণ (Bangla Grammer)
Answer: ✨ ফারসি ✨


Explanation:

কালক্রমে ব্যবসা বাণিজ্যের নামে নানান দেশ উপনিবেশ করেছিলো এই বাংলায়। তাদের উপনিবেশিকতার কারণে বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দের অনুপ্রবেশ ঘটে। তার মাঝে আসমান একটি শব্দ। যা ফারসি ভাষা থেকে অনুপ্রবেশ করেছে বাংলায়। এছাড়া অন্য ভাষা থেকে আগত শব্দগুলো হলো-

ক) আরবি শব্দ:

  • ধর্ম সংক্রান্ত শব্দ: আল্লাহ্‌, ইসলাম, ঈমান, ওজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, যাকাত, হজ্জ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি।

  • প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় ইত্যাদি।

খ) ফারসি শব্দ:

  • ধর্ম সংক্রান্ত শব্দ: খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।

  • প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি।

  • বিবিধ শব্দ: আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।

গ) ইংরেজি শব্দ:

  • ইংরেজি উচ্চারণে: ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল ইত্যাদি।

  • পরিবর্তিত উচ্চারণে: আফিম, অফিস, স্কুল, বাক্স, হাসপাতাল, বোতল ইত্যাদি।

ঘ) পর্তুগিজ: আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি।

ঙ) ফরাসি: কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ ইত্যাদি।

চ) ওলন্দাজ: ইস্কাপন, টেককা, তুরুপ, রইতন, হরতন ইত্যাদি।

ছ) গুজরাটি: খদ্দর, হরতাল ইত্যাদি।

জ) পাঞ্জাবি: চাহিদা, শিখ ইত্যাদি।

ঝ) তুর্কি: চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি।

ঞ) চিনা: চা, চিনি ইত্যাদি।

ট) মিয়ানমার (বার্মিজ/বার্মা/মগ): ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি।

ঠ) জাপানি: রিক্সা, হারিকিরি ইত্যাদি।

Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন

Trending Posts