📚 হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী ?
- Author: Siam Al Mahmud
- Published: 2 days ago
- Category: Bangla
Answer: ✨ মহামহোপাধ্যায় ✨
Explanation:
হরপ্রসাদ শাস্ত্রী (১৮৫৩-১৯৩১) পশ্চিমবঙ্গের নৈহাটিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৯৮ সালে মহামহোপাধ্যায় ও ১৯১১ সালে সিআইই উপাধি লাভ করেন। তাঁর অমর কীর্তি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ আবিষ্কার। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ- বাল্মীকির জয়, কাঞ্চন্মালা, বেণের মেয়ে, প্রাচীন বাংলার গৌরব, Discovery of Living Buddhism in Bengal, Magadhan Literature, Sanskrit Culture in Modern Indian.