📚 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয় কত সালে ?
- Author: Siam Al Mahmud
- Published: 1 week ago
- Category: Bangla
Answer: ✨ ১৯ জানুয়ারি ১৯২৬ ✨
Explanation:
ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়। সাহিত্য ও সাংস্কৃতিক এ সংগঠনের মূলমন্ত্র ছিল বুদ্ধির মুক্তি। এ সংগঠনের বার্ষিক মুখপত্র 'শিখা' ১৯২৭ সালে প্রকাশিত হয়।
'শিখা' পত্রিকার মুখবাণী ছিলো-
জ্ঞান যেখানে সীমাবদ্ধ,
বুদ্ধি সেখানে আড়ষ্ট,
মুক্তি সেখানে অসম্ভব।