⚖️ ডিএনএ এর মাধ্যমে কিভাবে অপরাধী সনাক্ত করা হয়
- Author: Siam Al Mahmud
- Published: 16 hours ago
- Category: আইনি পরামর্শ (Law Advice)
ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড। এটি এক ধরনের প্রোটিন যা মানবদেহে অবস্থান করে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে খুব সহজে অপরাধী সনাক্ত করা যায়। খুন, ধর্ষণ, চুরি, ডাকাতী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা তদন্তে ডিএনএ পরীক্ষা করানো হয়।
ডিএনএ পরীক্ষার রিপোর্ট অপরাধীকে সাজা দেওয়ার ক্ষেত্রে বিজ্ঞ আদালত সাক্ষ্য হিসাবে গ্রহণ করে। মানুষের ব্যবহুত কাপড়-চোপড়, রক্ত, মল-মুত্র, ঘাম, থুথু, বীর্য, লোম ইত্যাদীতে ডিএনএ নমুনা পাওয়া যায়। মামলা তদন্তকালে এসব নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষা পূর্বক রিপোর্ট সংগ্রহ করা হয়।
খুন, ধর্ষণ, চুরি, ডাকাতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অপরাধ সংঘঠিত হলে ডিএনএ নমুনা সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। ডিএনএ নমুনা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নিতে হবে।
যেকোনো সমস্যায়, বাংলাদেশের জাতীয় জরুরী সেবা – ৯৯৯ এ কল করুন।
তথ্যসূত্র-
মোঃ সিরাজুল ইসলাম
(পুলিশ পরিদর্শক)
আইনি পরামর্শ পেতে যোগাযোগ করুণ আমাদের ইমেইলে-
→ ইমেইল – admin@biratbazar.com
নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং সোশ্যাল চ্যানেলে-
→ ইউটিউব – https://www.youtube.com/@BiratBazar
→ ফেইসবুক – https://www.facebook.com/BiratBazarOfficial
→ টুইটার – https://twitter.com/BiratBazar
→ ইন্সটাগ্রাম – https://www.instagram.com/biratbazar/
→ থ্রেডস – https://www.threads.net/@biratbazar
→ লিংকড ইন – https://www.linkedin.com/company/biratbazar