⚖️ ধর্ষণ মামলা করার নিয়ম

  • Author: Siam Al Mahmud
  • Published: 16 hours ago
  • Category: আইনি পরামর্শ (Law Advice)
ধর্ষণ মামলা করার নিয়ম

ধর্ষণ মামলা করার পূর্বে জানতে হবে ধর্ষণ কাকে বলে?

যদি কোন পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ১৬ (ষোল) বছরের অধিক বয়সের কোন নারীর সহিত তার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে অথবা ১৬ (ষোল) বছরের কম বয়সের কোন নারীর সহিত তার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করে তাহলে উক্ত পুরুষ ধর্ষণ করেছে মর্মে গণ্য হবে।

ধর্ষণ মামলা করার নিয়ম :

ধর্ষণ মামলা করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ধর্ষণের আলামত যেন নষ্ট না হয়। ধর্ষণের ঘটনা সংঘটিত হওয়ার পরপরেই বিলম্ব না করে যত দ্রুত সম্ভব ডাক্তারী পরীক্ষা করানোর জন্য ভিকটিমকে হাসপাতালে নিতে হবে এবং আলামত সমূহ ডিএনএ পরীক্ষা করানোর নিমিত্ত্বে সংরক্ষণ করতে হবে। যথা সময়ে থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করতে হবে।

ধর্ষণ মামলা সংক্রান্ত এজাহারে অভিযোগকারীর এনআইডি নাম্বার সহ নাম ঠিকানা ও বয়স, ভিকটিমের নাম ঠিকানা ও বয়স, ঘটনার তারিখ ও সময়, ঘটনাস্থলের নাম, অভিযুক্ত আসামীর নাম ঠিকানা ও বয়স, সাক্ষীর নাম ঠিকানা ও বয়স, ঘটনার বিবরণ উল্লেখ করে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বরাবর আবেদন করতে হবে। বিলম্বে এজাহার দায়ের করা হলে কিংবা ধর্ষণের আলামর নষ্ট হয়ে গেলে সুষ্ঠ বিচারে বিঘ্নতা সৃষ্টি হবে।


তথ্যসূত্র-

মোঃ সিরাজুল ইসলাম

(পুলিশ পরিদর্শক)


আইনি পরামর্শ পেতে যোগাযোগ করুণ আমাদের ইমেইলে-

ইমেইলadmin@biratbazar.com

নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং সোশ্যাল চ্যানেলে-

ইউটিউব – https://www.youtube.com/@BiratBazar

ফেইসবুক – https://www.facebook.com/BiratBazarOfficial

→ টুইটার – https://twitter.com/BiratBazar

→ ইন্সটাগ্রাম – https://www.instagram.com/biratbazar/

থ্রেডস – https://www.threads.net/@biratbazar

লিংকড ইন – https://www.linkedin.com/company/biratbazar

Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন