⚖️ রোড এক্সিডেন্ট হলে কি করবেন?

  • Author: Siam Al Mahmud
  • Published: 20 hours ago
  • Category: আইনি পরামর্শ (Law Advice)
রোড এক্সিডেন্ট হলে কি করবেন?

প্রায় সময় বিভিন্ন স্থানে যানবাহন দ্বারা রোড এক্সিডেন্ট এর ঘটনা ঘটে থাকে। এইসব ঘটনায় অনেক অসাধু ব্যক্তি যাত্রীদের টাকা পয়সা জিনিস পত্র লুটপাট করার কাজে ব্যস্ত থাকে। অনেকে জখমী ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। অনেকে রোড ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।

আসলে যে কাজটি প্রথমে করা দরকার, সেটা হলো স্থানীয় থানায় এবং স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিতে হবে। তারপর জখমীদের দ্রুত নিকটস্থ্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। যাত্রীদের মালামাল সংরক্ষনের ব্যবস্থা করতে হবে। রোড ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। থানা পুলিশ কিংবা ফায়ার সার্ভিস এর লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের কাজে সহায়তা করতে হবে। অসাধু মন নিয়া অসৎ উদ্দেশ্যে কোন কাজ করা ঠিক হবে না। মনে রাখতে হবে আপনিও কোনো না কোনো দিন বিপদে পরতে পারেন।

বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করুন।


তথ্যসূত্র-

মোঃ সিরাজুল ইসলাম

(পুলিশ পরিদর্শক)

Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন