⚖️ দখলভুক্ত জমি কেউ জোর পূর্বক বেদখল করলে কি করবেন?
- Author: Siam Al Mahmud
- Published: 20 hours ago
- Category: আইনি পরামর্শ (Law Advice)
প্রত্যেক এলাকায় কিছু ভুমি দস্যু কিংবা পর সম্পদ লোভী ব্যক্তি থাকে তারা সব সময় অন্যের জমি জোর পূর্বক বেদখল করার চেষ্টা করে। এমন পরিস্থিতে পরলে কি করবেন?
প্রথমে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ মোবাইল করে পুলিশের সহায়তা নিবেন। তারপর সংশ্লিষ্ট থানায় গিয়া একটা লিখিত অভিযোগ দায়ের করবেন। অভিযোগ প্রাপ্তির পর থানা পুলিশ তদন্ত পূর্বক বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে পারেন যেমন নালিশী জমিতে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য এবং অপরাধীদের মুচলেকা গ্রহনের জন্য ফৌ: কা: আইনের ১০৭/১১৭(৩) ধারা মোতাবেক নন এফ আই আর প্রসিকিউশন বিজ্ঞ আদালতে দাখিল করবেন যা এন জি আর মামলা হিসেবে আদালতে বিচার হবে। অথবা অপরাধের ধরণ অনুযায়ী পেনাল কোড ১৮৬০ এর বিভিন্ন ধারা মোতাবেক নিয়মিত মামলা রুজু করে এফ আই আর মামলা হিসেবে বিজ্ঞ আদালতে দাখিল করবেন যা জি আর মামলা হিসেবে আদালতে বিচার হবে।
তথ্যসূত্র-
মোঃ সিরাজুল ইসলাম
(পুলিশ পরিদর্শক)
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন