⚖️ এএসআই এর কর্তব্য কি?
- Author: MD Sirajul Islam, Inspector of Police
- Published: 2 weeks ago
- Category: পিআরবি
পিআরবি নিয়ম ২০৭ মোতাবেক এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) এর কর্তব্য সমূহ নিম্নে উল্লেখ করা হইল।
(ক) কোনো থানায় একজন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) কে নিয়োগ করার উদ্দেশ্য হইলো, তদন্তকারী সাব-ইন্সপেক্টর (এসআই) কে সকল কারণিক ও রুটিন মাফিক কাজ হইতে অব্যাহতি দেওয়া। এই অব্যাহতি নিশ্চিত করার জন্য উর্ধতন অফিসারগণ এই সকল কাজের জন্য এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) কে সুনির্দিষ্টভাবে দায়ী করিবেন এবং ব্যর্থতার জন্য শাস্তির ব্যবস্থা করিবেন। সাব-ইন্সপেক্টর (এসআই) গণ অবশ্যই সাধারণ তদারকি করিবেন এবং অনুরূপ তদারকির অনুপস্থিতিতে চরম অবহেলা বা ব্যাপক অনিয়ম যদি না থাকে, তবে তাহাকে দায়ী করা যাইবে না।
(খ) প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর), মামলার ডায়েরী (সিডি), সাধারণ ডায়েরী (জিডি) এবং ভিলেজ ক্রাইম নোটবুক (ভিসিএনবি) ব্যতীত এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) সকল বিবরণী (রিটার্ণ) ও রেজিষ্টারের জন্য দায়ী থাকিবেন। তাহারা সংশ্লিষ্ট সময়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে নিয়োজিত না হইলে প্রথম তিনটি আইনত: কোনো অবস্থায় তাদের দায়িত্বে ন্যস্ত করা যাইবে না। সাধারণত: তদন্তকারী অফিসার ভিলেজ ক্রাইম নোট বুক (ভিসিএনবি) লিপিবদ্ধ করিবেন অথবা সন্নিবেশিত করা দরকার এমন কোনো তথ্য সেই অফিসার সংগ্রহ করিবেন। তবে সিনিয়ার সাব-ইন্সপেক্টর (এসআই) গণ যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য দায়ী থাকিবেন।
(গ) যখন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জুনিয়র সাব-ইন্সপেক্টর অনুপস্থিত থাকেন বা অসুস্থ হন তখন ফৌজদারী কার্যবিধি আইনের ৪(ত) ধারার আওতায় সিনিয়ার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব গ্রহণ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার যে কোনো কাজ সম্পাদন করিতে পারিবেন। বিশেষ জরুরী পরিস্থিতি ব্যতীত তাহাকে অবশ্য তদন্ত কার্যে নিয়োগ করা যাইবে না। এমনকি যখন এসআই অনুপস্থিত থাকেন, বিধি অনুসারে তিনি একটি ধর্তব্য মামলার খবর পাইয়া থাকিলে প্রয়োজনীয় প্রাথমিক পদক্ষেপ গ্রহণের অতিরিক্ত এফআইআর লিপিবদ্ধ করণ এবং আসামী গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ ব্যতীত অন্য কোনো কাজ করিবেন না। যদি এসআই থানার সীমার মধ্যে থাকেন, তাহা হইলে এএসআই এফআইআর এর অনুলিপিসহ অভিযোগকারী এবং সংশ্লিষ্ট পক্ষকে তাহার নিকট পাঠাইবেন। যদি এসআই অনুপস্থিত বা অসুস্থ থাকেন কেবলমাত্র সেইক্ষেত্রে এএসআই নিজে তদন্তের ভার গ্রহণ করিবেন।
(ঘ) যখন তাহাকে (এএসআই) থানার কাজ হইতে মুক্ত করা সম্ভব হইবে, তখন তাহাকে স্বাধীনভাবে রাত্রিকালীন দাগী পরিদর্শন, জরিমানা আদায়ের জন্য তাদের জীবন যাপনের পদ্ধতি অনুসন্ধান, অস্বাভাবিক মৃত্যুর সাধারণ মামলা সমূহের অনুসন্ধান, টহল এবং প্ররক্ষী, প্ররক্ষা অথবা অনুরূপ পুলিশ দলের দায়িত্বে নিয়োজিত করা যাইবে।