⚖️ পুলিশ কখন অধর্তব্য অপরাধের জন্য গ্রেফতার করতে পারে?
- Author: MD Sirajul Islam, Inspector of Police
- Published: 16 hours ago
- Category: ফৌজদারী কার্যবিধি
-
আদালত হতে গ্রেফতারী পরোয়ানা পাওয়া গেলে পুলিশ অধর্তব্য অপরাধের জন্য কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। তাছাড়াও নিম্নলিখিত ক্ষেত্রে অধর্তব্য অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় অপরাধীকে গ্রেফতার করতে পারে।
(১) ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪(২) ধারা অনুযায়ী আইন সংগত কারণ ব্যতীত যার নিকট ঘর ভাঙ্গার যন্ত্রপাতি থাকে।
(২) ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪(৩) ধারা অনুযায়ী সরকার কর্তৃক আদেশ দ্বারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে।
(৩) ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪(৫) ধারা অনুযায়ী যে আসামী পুলিশের সরকারী কাজে বাধা প্রদান করে (শাস্তি-দন্ডবিধির-১৮৬ ধারা)।
(৪) ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪(৪) ধারা অনুযায়ী চোরাই সন্দিগ্ধ মালামাল যার নিকট পাওয়া যায়।
(৫) ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪(৮) ধারা অনুসারে মুক্তিপ্রাপ্ত কোনো কয়েদী ফৌজদারী কার্যবিধির ৫৬৫(৩) ধারার শর্ত লংঘন করলে (শাস্তি দন্ডবিধির-১৭৬ ধারা)।
(৬) কোনো ব্যক্তি পুলিশ অফিসারের সামনে অধর্তব্য অপরাধ করলে এবং পুলিশ অফিসারের নিকট নাম-ঠিকানা মিথ্যা দিলে বা দিতে অস্বীকার করলে (ফৌজদারী কার্যবিধি ৫৭ ধারা, পিআরবি ৩১৬ প্রবিধান)।
(৭) যে শর্তে আসামীর দন্ড মওকুফ বা স্থগিত রাখা হয়েছিলো, সেই আসামী মুক্ত থেকে শর্ত অমান্য করলে (ফৌজদারী কার্যবিধি ৪০১(৩) ধারা, পিআরবি ২৮৬ প্রবিধান)।
(৮) ফৌজদারী কার্যবিধি আইনের ১৭১ ধারা অনুসারে কোনো সাক্ষী আদালতের সমন অগ্রাহ্য করলে।
(৯) পুলিশ আইনের ৩৪/৩৪-ক ধারা অনুযায়ী কেউ কোনো অধর্তব্য অপরাধ করলে।
(১০) ফৌজদারী কার্যবিধি আইনের ১২৪(৬) ধারার শর্ত লংঘন করলে। পিআরবি ২৮৬ প্রবিধান।
(১১) রেলওয়ে আইনের ১৩২ ধারা অনুযায়ী কোনো অপরাধী পুলিশের নিকট তার নাম ঠিকানা প্রদান না করলে।
তাছাড়াও পুলিশ অফিসার নিম্নলিখিত ক্ষেত্রে অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে।
(ক) সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ১১০ ধারা।
(খ) পাসপোর্ট আইনের ৪ ধারা এবং পাসপোর্ট আদেশ এর ১২ ধারা।
(গ) অস্ত্র আইন এর ১২ ধারা।
(ঘ) আবগারী আইন এর ৬৭ ধারা।
(ঙ) জুয়া আইন এর ৫/১১ ধারা।
(চ) প্রেক্ষাগৃহ ধুমপান নিবারণ আইন এর ৪ ধারা।
(ছ) ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ এর ১০০ ধারা।
(জ) চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ এর ১০৩ ধারা।
(ঝ) খুলনা মহানগর পুলিশ অধ্যাদেশ এর ১০৪ ধারা।
(ঞ) রাজশাহী মহানগর পুলিশ আইন এর ১০৪ ধারা।
(ট) সিলেট মহানগর পুলিশ আইন এর ১০৪ ধারা।
(ঠ) বরিশাল মহানগর পুলিশ আইন এর ১০৪ ধারা।
(ড) গাজীপুর মহানগর পুলিশ আইন এর ১০২ ধারা।
(ঢ) রংপুর মহানগর পুলিশ আইন এর ১০২ ধারা।