⚖️ সুয়োমটো মামলা কাকে বলে?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 1 week ago
  • Category: পিআরবি
অনেক ক্ষেত্রে দেখা যায় এজাহারকারী বা বাদী নিজেই অপরাধ করে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অথবা অপরাধ থেকে বচার জন্য মামলা দায়ের করে থাকে। এজাহারকারী বা বাদী মামলার ঘটনার সহিত জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ তদন্তে পাওয়া গেলে তিনিও আসামী হতে পারেন। এই ক্ষেত্রে আদালতে মামলার বিচারকালে বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণের সময় বাদীকে দিয়ে অপরাধ প্রমাণ করা যাবে না। কারণ আসামী হিসেবে তিনি আদালতে সাক্ষীর কাঠগড়ায় শপথ বাক্য পাঠ করে সাক্ষ্য দিতে পারবেন না। এজাহারকারী বা বাদী যখন আসামীর পর্যায়ভুক্ত হবে সেই ক্ষেত্রে তদন্তকারী অফিসার দুইটি পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

(১) অভিযোগপত্র দাখিল করার সময় অভিযোগপত্রে এজাহারকারীকে বা বাদীকে আসামীর কলামে দেখাতে হবে এবং অভিযোগপত্রে সাক্ষীর কলামে বাদীর নাম দেখানো যাবে না। অভিযোগপত্রের প্রথম কলামে বাদী অভিযোগকারী হিসেবে ঠিকই থাকবে কিন্তু অভিযোগপত্রের ভিতরে বাদী আসামী পর্যায়ভুক্ত হওয়ার বিশদ বিবরণ উল্লেখ করতে হবে। 

(২) অভিযোগকারী বা বাদী নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অথবা অপরাধ থেকে বাচার জন্য নিজেই বাদী হয়ে মামলা দায়ের করার বিষয়ে তদন্তকারী অফিসার মামলা তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে নিশ্চিত হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচলা সাপেক্ষে বিজ্ঞ আদালতে চুড়ান্ত রিপোর্ট তথ্যগত ভূল দাখিল করবেন এবং বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে তদন্তকারী অফিসার নিজে বাদী হয়ে পূর্বের মামলার বাদীকে আসামী করে এজাহার দায়ের করবেন। 


তদন্তকারী অফিসার বাদী হয়ে পূর্বের মামলার বাদীকে আসামী করে এজাহার দায়ের করলে সেই মামলাকে সুয়োমটো মামলা বলে। সুয়োমটো মামলা হলো এমন একটি মামলা যা জনগণের স্বার্থ রক্ষায় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কেউ অভিযোগ না করলে তখন আদালত, পুলিশ বা সরকারের অন্য কোনো এজেন্সি সরাসরি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করে।

 

উল্লেখ্য যে, কোনো মামলার বাদী নিজেই সেই মামলায় জড়িত থাকলে কোনো কোনো আইন বিশারদ সেই মামলাতেই বাদীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের মত প্রকাশ করে থাকেন। তবে পৃথক মামলা রুজু করে কথিত বাদীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করাই শ্রেয় বলে অধিক সংখ্যক মতামত পাওয়া যায়। কেননা, একই মামলার বাদীকে সাক্ষী হিসেবে এবং আসামী হিসেবে অভিযোগপত্রে উল্লেখ করা যুক্তিসংগত বলে বিবেচিত হয় না। ইহাতে এজাহার প্রদর্শন পূর্বক প্রমাণ করার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। 
Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন