⚖️ প্লেন পেপার এজাহার কি?
- Author: MD Sirajul Islam, Inspector of Police
- Published: 1 week ago
- Category: ফৌজদারী কার্যবিধি
ফৌজদারী কার্যবিধি আইনের ৪(১)(ত) ধারা অনুসারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ এর শর্ত হইল পদাধিকার বলে তাহার থানা এলাকার মধ্যে ঘটনাস্থলে সংবাদদাতার মৌখিক জবানবন্দীর ভিত্তিতে কিংবা লিখিতভাবে তাহাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ হিসাবে জানিয়া কোনো অভিযোগ দায়ের করেন, তাহাই প্লেন পেপার এজাহার বলিয়া বিবেচিত হইবে। তাছাড়াও ফৌজদারী কার্যবিধি আইনের ৫৫১ ধারায় বর্ণিত বিধান অনুসারে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ তাহাদের নিজ এলাকার মধ্যে প্লেন পেপার এজাহার গ্রহণ করিতে পারিবেন। ইহাছাড়াও গুজবের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা যাচাই করিয়া ঘটনাস্থলে প্লেন পেপার এজাহার গ্রহণ করিতে পারেন। একজন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI) ঘটনাস্থলে তাহার থানা এলাকায় ফৌজদারী কার্যবিধি আইনের ৪(১)(ত) ধারার বিধান অনুসারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে প্লেন পেপার এজাহার গ্রহণ করার অধিকার রাখেন না। তিনি ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৬ ধারার বিধান অনুসারে তদন্তকারী অফিসার হিসাবে সংবাদ দাতার নিকট হইতে ঘটনাস্থলে লিখিত দরখাস্ত গ্রহণ করিতে পারিবেন কিন্তু তাহার তদন্ত শুরু করিতে পারিবেন না। এজাহার দায়ের করার জন্য উক্ত দরখাস্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করিতে হইবে। এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI) ঘটনাস্থলে যদি মনে করেন প্রাথমিক পর্যায়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি তাহা করিবার বিষয় সচেষ্ট হইবেন এবং আসামী গ্রেফতার, আলামত জব্দ করিতে পারিবেন। অর্থাৎ Primary step নিতে পারিবেন।