⚖️ মামলা তদন্তের সময়সীমা কতদিন?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 18 hours ago
  • Category: ফৌজদারী কার্যবিধি
মামলা তদন্তের সময়সীমা সম্পর্কে বিভিন্ন আইনে বিভিন্ন প্রকার সময়সীমা উল্লেখ করা হয়েছে। যেমন-

(১) দন্ডবিধি আইনে রুজুকৃত মামলা তদন্তের সময়সীমা। 

(২) নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত মামলা তদন্তের সময়সীমা।

(৩) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলা তদন্তের সময়সীমা ইত্যাদি। 

 

দন্ডবিধি আইনে রুজুকৃত মামলা তদন্তের সময়সীমাঃ 

১৯৯২ সালের ৪২ নং আইন অনুসারে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৭ ধারার ৫ উপ-ধারা পরিবর্তন করে নতুনভাবে ৫ ধারায় সংযোজন করা হয়। উক্ত ধারায় উল্লেখ আছে যে, থানায় মামলা রুজু হওয়ার তারিখ হতে ১২০ দিনের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। পূর্বে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সমাপ্ত করতে না পারলে সময়সীমা বৃদ্ধির যে পদ্ধতি ছিলো তা অত্র আইন দ্বারা বাতিল করা হয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সমাপ্ত না হয় তাহলে আসামীরা নিম্ন বর্ণিত সুবিধা পাবে। 

(ক) যে ম্যাজিষ্ট্রেট মামলা আমলে নেওয়ার ক্ষমতাবান অথবা যিনি মামলা তদন্তের আদেশ দিতে পারেন এরূপ ম্যাজিষ্ট্রেট মৃত্যু দন্ড, যাবজ্জীবন অথবা দশ বৎসরের উর্ধ্বে সাজা নয় এরূপ অপরাধের আসামীর ম্যাজিষ্ট্রেট যদি সন্তুষ্ট হন যে, আসামীকে জামিনে মুক্তি দেওয়া বাঞ্চনীয় তাহলে আসামীকে জামিনে মুক্তি দিতে পারেন। 

(খ) মৃত্যু দন্ডে দন্ডিত, যাবজ্জীবন অথবা দশ বৎসরের উর্ধ্বে দন্ডনীয় কোনো অপরাধের আসামীকে দায়রা জজ নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না হলে তিনি যদি সন্তুষ্ট হন যে, আসামীকে জামিনে মুক্তি দেওয়া বাঞ্চনীয় তাহলে আসামীকে জামিনে মুক্তি দিতে পারেন। তবে শর্ত হলো ম্যাজিষ্ট্রেট বা দায়রা আদালত উপরোক্ত শর্ত সাপেক্ষে আসামীকে জামিনে যদি মুক্তি না দেন তাহলে তার কারণ অবশ্বই লিপিবদ্ধ করতে হবে। 

(গ) যেক্ষেত্রে কোনো মামলার তদন্তকারী অফিসার ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারার বিধান অনুসারে নির্ধারিত ফরমে অভিযোগপত্র দাখিল করেন, সেক্ষেত্রে অনেক সময় বাদী ক্ষুব্ধ হয়ে তদন্তের বিষয় চ্যালেঞ্জ করে নারাজী দাখিল করে থাকেন। এক্ষেত্রে ক্ষমতাবান ম্যাজিষ্ট্রেট উক্ত নারাজী বিষয় নিজে “জুডিশিয়াল ইনকোয়ারী” করতে পারেন অথবা কোনো ভূলত্রুটি পরিলক্ষিত হলে Further Investigation এর আদেশ প্রদান করতে পারেন। 

 

নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত মামলা তদন্তের সময়সীমাঃ 

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৮ (১) ধারা মোতাবেক ফৌজদারী কার্যবিধিতে ভিন্নতর যাহা কিছু থাকুক না কেনো, এই আইনের অধীন কোনো অপরাধের তদন্ত- 

(ক) অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময় হাতেনাতে পুলিশ কর্তৃক ধৃত হলে বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক ধৃত হয়ে পুলিশের নিকট সোপর্দ হলে, তার ধৃত হইবার তারিখ হতে পরবর্তী ১৫ (পনের) কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। 

(খ) অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময় হাতেনাতে ধৃত না হলে অপরাধ সংঘটন সংক্রান্ত প্রাথমিক তথ্য প্রাপ্তি বা ক্ষেত্রমত সংশ্লিষ্ট কর্মকর্তা বা ট্রাইব্যুনালের নিকট হতে তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ৬০ (ষাট) কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। 

(২) কোনো যুক্তিসংগত কারণে উপ-ধারা (১) এ উল্লিখিত সময়ের মধ্যে তদন্ত কার্য সমাপ্ত করা সম্ভব না হলে, তদন্তকারী কর্মকর্তা কারণ লিপিবদ্ধ করে অতিরিক্ত ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন এবং তৎসম্পর্কে কারণ উল্লেখ পূর্বক তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা ক্ষেত্রমত তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনালকে লিখিতভাবে অবহিত করবেন। 

(৩) উপ-ধারা (২) এ উল্লিখিত সময়ের মধ্যেও তদন্ত কার্য সমাপ্ত করা সম্ভব না হলে, সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা উক্ত সময়সীমা অতিক্রান্ত হইবার ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে তদন্ত কার্য সম্পন্ন না হওয়া সম্পর্কে তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কিংবা  ক্ষেত্রমত তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনালকে লিখিতভাবে অবহিত করবেন।

(৪) উপ-ধারা (৩) এর অধীন তদন্তকার্য সম্পন্ন না হওয়া সম্পর্কে অবিহিত হইবার পর নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কিংবা  ক্ষেত্রমত তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল উক্ত অপরাধের তদন্তভার অন্য কোনো কর্মকর্তার নিকট হস্তান্তর করতে পারবেন। উক্তরূপ তদন্তভার হস্তান্তর করা হলে তদন্তকারী কর্মকর্তা-

(ক) অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময় হাতেনাতে পুলিশ কর্তৃক ধৃত হলে অথবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক ধৃত হয়ে পুলিশের নিকট সোপর্দ হলে, তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ৭ (সাত) কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন। 

(খ) অন্যান্য ক্ষেত্রে তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে।

(৫) উপ-ধারা (৪) এ উল্লিখিত সময়ের মধ্যেও তদন্ত কার্য সমাপ্ত করা সম্ভব না হলে, সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা উক্ত সময়সীমা অতিক্রান্ত হইবার ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে তদন্ত কার্য সম্পন্ন না হওয়া সম্পর্কে তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কিংবা  ক্ষেত্রমত তদন্তের আদেশ প্রাদানকারী ট্রাইব্যুনালকে লিখিতভাবে অবহিত করবেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলা তদন্তের সময়সীমাঃ 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩১ (১) উপ-ধারা মোতাবেক ফৌজদারী কার্যবিধিতে ভিন্নতর যাহা কিছু থাকুক না কেনো, কোনো মদকদ্রব্য অপরাধের তদন্ত- 

(ক) অভিযুক্ত ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংঘটনের সময়ে হাতেনাতে পুলিশ কর্তৃক ধৃত হলে অথবা এই আইনের অধীন ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি কর্তৃক ধৃত হয়ে কোনো ম্যাজিষ্ট্রেট আদালতের নিকট সোপর্দ হলে, তার ধৃত হইবার তারিখ হতে পরবর্তী ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। 

(খ) অভিযুক্ত ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংঘটনের সময়ে হাতেনাতে ধৃত না হলে মাদকদ্রব্য অপরাধ সংঘটন সংক্রান্ত প্রাথমিক তথ্য প্রাপ্তি বা ক্ষেত্রমত মহাপরিচালক অথবা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার বা ম্যাজিষ্ট্রেট আদালত বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ৬০ (ষাট) কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। 

(গ) একই মামলায় গ্রেফতার ও পলাতক ব্যক্তি থাকলে মামলার তদন্ত উপ-ধারা (১) (খ) অনুযায়ী সম্পন্ন করতে হবে। 

(২) কোনো যুক্তিসংগত কারণে উপ-ধারা (১) এ উল্লিখিত সময়ের মধ্যে তদন্ত কার্য সমাপ্ত করা সম্ভব না হলে, তদন্তকারী অফিসার কারণ লিপিবদ্ধ করে অতিরিক্ত ১৫ (পনের) কার্য দিবসের মধ্যে মাদকদ্রব্য অপরাধের তদন্তকার্য সম্পন্ন করবেন এবং তৎসম্পর্কে কারণ উল্লেখ পূর্বক তার নিয়ন্ত্রণকারী অফিসার অথবা ক্ষেত্রমত তদন্তের আদেশ প্রদানকারী মহাপরিচালক  অথবা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার অথবা ম্যাজিষ্ট্রেট আদালত অথবা সংশ্লিষ্ট অন্য কোনো কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করবেন। 

(৩) উপ-ধারা (২) এ উল্লিখিত সময়ের মধ্যেও তদন্ত কার্য সমাপ্ত করা সম্ভব না হলে, সংশ্লিষ্ট তদন্তকারী অফিসার উক্ত সময়সীমা অতিক্রান্ত হইবার ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে উক্তরূপ তদন্ত কার্য সম্পন্ন না হওয়া সম্পর্কে তার নিয়ন্ত্রণকারী অফিসার কিংবা ক্ষেত্রমত তদন্তের আদেশ প্রদানকারী মহাপরিচালক অথবা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার অথবা ম্যাজিষ্ট্রেট আদালত অথবা সংশ্লিষ্ট অন্য কোনো কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করবেন। 

(৪) উপ-ধারা (৩) এর অধীন তদন্তকার্য সম্পন্ন না হওয়া সম্পর্কে অবহিত হইবার পর নিয়ন্ত্রণকারী অফিসার কিংবা  ক্ষেত্রমত তদন্তের আদেশ প্রদানকারী মহাপরিচালক অথবা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার অথবা ম্যাজিষ্ট্রেট অথবা সংশ্লিষ্ট অন্য কোনো কর্তৃপক্ষ উক্ত অপরাধের তদন্তভার অন্য কোনো অফিসারের নিকট হস্তান্তর করতে পারবেন। উক্তরূপ তদন্তভার হস্তান্তর করা হলে তদন্তকারী অফিসার-

(ক) অভিযুক্ত ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংঘটনের সময় হাতেনাতে পুলিশ কর্তৃক ধৃত হলে অথবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক ধৃত হয়ে পুলিশের নিকট সোপর্দ হলে, তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ১৫ (পনের) কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন। 

(খ) অন্যান্য ক্ষেত্রে তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে।

(৫) উপ-ধারা (৪) এ উল্লিখিত সময়সীমার মধ্যেও তদন্ত কার্য সম্পন্ন করা না হলে, সংশ্লিষ্ট তদন্তকারী অফিসার উক্ত সময়সীমা অতিক্রান্ত হইবার ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে তদন্ত কার্য সম্পন্ন না হওয়া সম্পর্কে তার নিয়ন্ত্রণকারী অফিসার কিংবা ক্ষেত্রমত তদন্তের আদেশ প্রদানকারী মহাপরিচালক অথবা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার অথবা ম্যাজিষ্ট্রেট আদালত অথবা সংশ্লিষ্ট অন্য কোনো কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করবেন। 

Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন