⚖️ পুলিশ কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে?
- Author: MD Sirajul Islam, Inspector of Police
- Published: 2 weeks ago
- Category: পিআরবি
পিআরবি নিয়ম ১৫৩ মোতাবেক পুলিশ নিম্নবর্ণিত ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে।
(১) ফৌজদারী কার্যবিধি আইনের ৪৬(৩) ধারার বিধান অনুসারে যদি কোনো আসামী গ্রেফতারের কাজে বাধা দেয় বা গ্রেফতার এড়ানোর জন্য বল প্রয়োগ করে অথবা পালানোর চেষ্টা করে, সেই আসামী যদি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারান্ডে দন্ডযোগ্য অপরাধী হয়, তাহা হইলে উক্ত আসামীকে গ্রেফতারকল্পে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করিতে পারে।
(২)বাংলাদেশ দন্ডবিধি আইনের ৯৬, ৯৭, ৯৮, ১০০, ১০৩ এবং ১০৬ ধারা অনুসারে পুলিশ নিজের জানমাল, অপরের জানমাল এবং সরকারী মালামাল এর যেকোনো ক্ষতির হাত হইতে রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে আগ্নেয়াস্ত্র ব্যবহার করিতে পারে।
(৩) ফৌজদারী কার্যবিধি আইনের ১২৭ ও ১২৮ ধারা, ১৮৬১ সালের পুলিশ আইনের ৩০-ক ধারা এবং পিআরবি নিয়ম ১৪২ অনুসারে কোনো বেআইনী সমাবেশ অথবা সর্ব সাধারণের শান্তি বিনষ্ট হওয়ার কারণ ঘটাইতে পারে এইরূপ পাচ বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত কোনো সমাবেশের প্রতি ছত্রভঙ্গ হইবার আদেশ দেওয়া সত্বেও যদি এইরূপ কোন সমাবেশ ছত্রভঙ্গ না হয়, তাহা হইলে উক্ত সমাবেশ ছত্রভঙ্গ করিবার জন্য পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করিতে পারে।
পিআরবি নিয়ম ১৫৫ অনুসারে ম্যাজিষ্ট্রেটের আদেশে পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করিতে হয় কিন্তু প্রয়োজনের সময় কোনো ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত না থাকিলে পুলিশ দলের নেতৃত্বদানকারী পরিস্থিতি অনুসারে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে পারিবেন।
আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে পুলিশের করণীয়।
(১) গুলি করারমত পরিস্থিতির উদ্ভব হইলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সিনিয়ার অফিসার পুলিশ দল পরিচালনা করিবার ব্যবস্থা গ্রহন করিবেন।
(২) অবৈধ জনতার আওতার মধ্যে পুলিশ দল নিয়া যাইবেন না।
(৩) পুলিশ দল নিজ নিজ আগ্নেয়াস্ত্রে গুলি/কার্তুজ লোড করিবেন।
(৪) পুলিশ দলকে আক্রমণ করিতে পারে, এমন অবৈধ জনতার প্রতি লক্ষ্য রাখিবেন।
(৫) দলপতি পুলিশ দলের সাথে থাকিবেন এবং আক্রান্ত হওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবার জন্য নির্দেশ দিবেন।
(৬) ঘটনাস্থলে কোনো ম্যাজিষ্ট্রেট উপস্থিত থাকিলে পুলিশের দলপতি গুলি চালানোর পূর্বক্ষনেই গুলি চালানোর জন্য ম্যাজিষ্ট্রেটের অনুমতি গ্রহণ করিবেন।
(৭) পিআরবি নিয়ম ১৪২ মোতাবেক গুলি চালানোর পূর্বে পুলিশের দলপতি বেআইনী সমাবেশের উদ্দ্যেশ্যে সতর্কবাণী প্রদান করিবেন যে, অপনারা ছত্রভঙ্গ হইয়া যান, না হইলে লাঠি চার্জ করা হইবে। আমাদের কাছে গ্যাস সেল আছে, আমরা গ্যাস ছাড়িবো। তারপরেও আপনারা ছত্রভঙ্গ না হইলে আমরা গুলি চালাইতে বাধ্য হইবো।
(৮) পুলিশের সতর্কবাণীতে কাজ না হইলে প্রথমে লাঠি চার্জ করিবেন।
(৯) পুলিশ দল রাইফেলে বেয়নেট ফিক্স করিবেন।
(১০) ম্যাজিষ্ট্রেট না থাকলে পুলিশের দলপতি নিজেই গুলি চালানোর নির্দেশ প্রদান করিবেন।
আগেয়াস্ত্র ব্যবহারের সময় পুলিশের করণীয়।
(১) পুলিশের দলপতি পুলিশ দলকে সুবিধাজনক উপদলে বিভক্ত করিয়া সকলকে একটি নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে নিয়ন্ত্রিত ও সীমাবদ্ধ থাকিতে নির্দেশ দিবেন। এলোমেলো গুলি চালানো যাইবে না।
(২) যতটুকু শক্তি প্রয়োগ করা প্রয়োজন হয়, তাহার অতিরিক্ত শক্তি প্রয়োগ নিষেধ করিতে হইবে।
(৩) যে উদ্দ্যেশ্যে গুলি চালনা করা হয়, সেই উদ্দেশ্য সফল হওয়ামাত্রই গুলি চালনা বন্ধ করিতে হইবে। (পিআরবি নিয়ম ১৫৪/১৫৫)
আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে পুলিশের করণীয়।
(১) বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার তথা গুলি চালনা বন্ধ হওয়ার সাথে সাথে আহতদের হাসপাতালে এবং নিহতদের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক লাশ মর্গে পাঠাইতে হইবে।
(২) ঘটনার আশেপাশে তল্লাশী চালাইয়া আহত এবং নিহতদের ব্যবহূত অস্ত্রশস্ত্র সংগ্রহ করিবেন।
(৩) গুলি, কার্তুজের খোসা এবং গুলির বুলেট সংগ্রহ করিতে হইবে এবং ইস্যুকৃত গুলির সাথে মিলাইতে হইবে।
(৪) ঘটনা সম্পর্কে একটি নির্ভুল প্রতিবেদন প্রস্তুত পূর্বক উহার কপি জেলা ম্যাজিষ্ট্রেট, জেলা পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি এবং আইজিপি বরাবর পাঠাইতে হইবে।