⚖️ কিশোর অপরাধ কি?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 2 weeks ago
  • Category: অপরাধ বিজ্ঞান
২০১৩ সালের শিশু আইনের ৪ ধারা মোতাবেক ১৮ বছরের কম বয়স্ক প্রত্যেক ব্যক্তিকে শিশু বুঝানো হইয়াছে। সাধারণত ১৭-১৮ বছর বয়স্ক শিশুদের কিশোর হিসাবে গন্য  করা হয়। শিশু আইন অনুযায়ী কিশোররাও শিশু। কিশোর অপরাধী অর্থ এইরূপ কোনো শিশু যাহাকে অপরাধ করিতে দেখা যায়। এই শিশু যে অপরাধ করে থাকে তাহাকে কিশোর অপরাধ বলা হয়। আভিধানিক অর্থে কিশোর অপরাধ বলিতে যে সকল অল্প বয়স্ক শিশু কিশোর-


(ক) যাহারা মানসিকভাবে পরিণতি বুঝিতে অক্ষম,

(খ) যাহারা অপরিণত বুদ্ধির অধিকারী,

(গ) যাহারা সরল মনের অধিকারী  অর্থাৎ যাহাদের অপরাধবোধ নাই, তাহারা যেসকল অপরাধ করিয়া থাকে তাহাকেই কিশোর অপরাধ বলা হয়।


কিশোর অপরাধের কারণ সমুহ:

শিশু কিশোরদের অপরাধ সমূহ অপরাধ আচরণের সাধারণ নিয়ম বা মতবাদ দ্বারা পরিমাপ করা সম্ভব নহে। শহরে শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের কারণে কিশোর অপরাধের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। অপরাধ বিজ্ঞানী ড. পঞ্চালন ঘোষাল কিশোর অপরাধ চিহ্নিত করিতে যে সকল কারণ সমূহ বর্ণনা করিয়াছেন তাহা কিশোর অপরাধের অন্যতম কারণ। প্রকৃতপক্ষে একজন শিশু বা কিশোরকে অপরাধের দিকে টানিয়া নিয়া যাইতে তার পারিপার্শ্বিক বহু ধরণের নিয়ামক শক্তি কাজ করিয়া থাকে। তারমধ্যে নিচের বিষয়গুলি অধিকতর দায়ী বলিয়া বিশেষজ্ঞরা মতামত ব্যক্ত করিয়াছেন।

(১) সাংস্কৃতিক সংঘাত;

(২) শহর জীবনের নি:সঙ্গতা; 

(৩) পিতা মাতার মধ্যে সমঝোতার অভাব;

(৪) অভিভাবক কর্তৃক অপর্যাপ্ত তদারকী বা তদারকীর অভাব; 

(৫) বাসস্থানের অভাব;

(৬) দারিদ্রতা;

(৭) চিত্ত বিনোদনের অভাব;

(৮) বিদ্যালয়ে খাপ খাওয়াইতে না পারা; 

(৯) অসামাজিক সঙ্গ; 

(১০) সিনেমা ও টেলিভিশনে প্রদর্শিত অশ্লীল অনুষ্ঠান; 

(১১) অবৈধ উপায়ে হঠাৎ বড় লোক হওয়ার বাসনা; 

(১২) কোনো কর্তৃত্বের প্রতি বিদ্রোহী মনোভাব; 

(১৩) অপর্যাপ্ত বুদ্ধি; 

(১৪) অনাকাংখিত গুণাবলি ও দৃষ্টিভঙ্গি; 

(১৫) মানসিক অসুস্থতা; 

(১৬) অসংগত মূল্যবোধ ও লক্ষ্য; 

(১৭) জৈবিক ত্রুটি; 

(১৮) বিনা বিচারে দন্ডিত হওয়া ইত্যাদি।


এই সকল কারণ সমূহ শিশু-কিশোরদের- 

(ক) পরিবার,

(খ) বাস্থান,

(গ) সামাজিক অবস্থান,

(ঘ) শিক্ষাক্ষেত্র,

(ঙ) রাষ্টীয় সুযোগ সুবিধা,

(চ) অর্থনৈতিক,

(ছ) সাংস্কৃতিক,

(জ) শারীরিক,

(ঝ) মনস্তাত্ত্বিক,

(ঞ) আইন-আদালত প্রভৃতি ক্ষেত্রে বঞ্চনা এবং অপব্যবহার হইতে ধাক্কা পাইয়া অপরাধ জগতে প্রবেশের দ্বার খুলিয়া যায়।