⚖️ ভিসেরা কি?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 1 month ago
  • Category: অপরাধ বিজ্ঞান
কোনো মৃত্যুর ঘটনায় বিষ প্রয়োগ করা হইয়াছে বলিয়া সন্দেহ হইলে ময়না তদন্তের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডাক্তার চুড়ান্ত মতামত প্রদান করিবার পূর্বে মৃতদেহের পাকস্থলীর ভিতরের দ্রব্যাদি সংরক্ষণ করিয়া রাসায়নিক পরীক্ষার জন্য তথা বিষের অস্থিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য উহা রাসায়নিক পরীক্ষকের নিকট পুলিশের মাধ্যমে প্রেরণ করিয়া থাকেন। উহাকেই ভিসেরা বলা হয়। 

 

বিভিন্ন ধরণের বিষ রহিয়াছে। যেমন- 

(১) ক্ষয়কারক বিষ,

(২) উত্তেজক বিষ,

(৩) স্নায়বিক বিষ,

(৪) অন্যান্য বিষ ইত্যাদি। 

 

উল্লিখিত বিষ সমূহের সবগুলি এক ধরণের প্রতিক্রিয়া দেখায় না। এক একটির প্রতিক্রিয়া এক এক ধরণের। যেমন-

(১) জ্বালা পোড়া ও ঘা,

(২) প্রদাহ,

(৩) স্নায়ুবিক প্রতিক্রিয়া, 

(৪) নির্দিষ্ট প্রতিক্রিয়া,

(৫) বিলম্বিত প্রতিক্রিয়া ইত্যাদি। 

 

মানুষের দেহে বিষ প্রয়োগ করা হইলে প্রকারভেদে নানারকম লক্ষণ প্রকাশ করিয়া থাকে। যেমন-

(১) মুখের কিনারায়, নিউকাস মেমব্রেনে ক্ষত;

(২) বমি হইলে কালচে বাদামী বর্ণের;

(৩) প্রসাব বন্ধ হইয়া যায়;

(৪) জিহবা অসার ও আড়ষ্ঠ হয়, গলায় জ্বালা;

(৫) মুখে থুথু উঠে এবং ফেনা দেখা দেয়;

(৬) চোখের মনি প্রসারিত এবং অস্থিরতা;

(৭) মুখ ফ্যাকাশে;

(৮) রক্ত বমি, রক্ত পায়খানা;

(৯) নাড়ীর গতি দ্রুত বা ক্ষীণ;

(১০) গায়ে জ্বালা, হৃদযন্ত্রের দুর্বলতা;

(১১) কাপতে কাপতে মুর্চ্ছা যায়;

(১২) প্রচন্ড মাথা ব্যথা, শ্বাস দ্রুত;

(১৩) গলা শুস্ক, তৃষ্ণা, চোখে অন্ধকার দেখা;

(১৪) দ্রুত অবসন্ন হইয়া পড়ে;

(১৫) শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম;

(১৬) তাপমাত্রে কমে যায়;

(১৭) পেটে তীব্র ব্যথা, জ্বালা-পোড়া;

(১৮) পাতলা পায়খানা বা পায়খানা বন্ধ হওয়া;

(১৯) কখনও কখনও পক্ষাঘাত;

(২০) অজ্ঞান হওয়া ইত্যাদি।

 

ভিসেরার সাক্ষ্যমূল্য রহিয়াছে। রাশায়নিক পরীক্ষকের মতামত বিশেষজ্ঞের সাক্ষ্য হিসাবে আদালতে গ্রহণযোগ্য, সাক্ষ্য আইনের ৪৫ ধারা মোতাবেক।  

Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন