⚖️ পুলিশ কখন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 3 weeks ago
  • Category: ফৌজদারী কার্যবিধি
১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি ৫৪ ধারা মোতাবেক যে কোন পুলিশ অফিসার ম্যাজিষ্ট্রেটের আদেশ অথবা পরোয়ানা ব্যতীত নিম্নলিখিত ব্যক্তিগণকে গ্রেফতার করিতে পারিবেন-

(১) কোন আমলযোগ্য অপরাধের সহিত জড়িত কোন ব্যক্তি অথবা এইরুপ জড়িত বলিয়া যাহার বিরুদ্ধে যুক্তিসংগত অভিযোগ করা হইয়াছে অথবা বিশ্বাসযোগ্য খবর পাওয়া গিয়াছে অথবা যুক্তিসংগত সন্দেহ রহিয়াছে।
(২) আইনসংগত কারণ ব্যতীত যাহার নিকট ঘর ভাংগার কোন সরঞ্জাম রহিয়াছে সেইরুপ ব্যক্তি, এই আইনসংগত কারণ প্রমাণ করিবার
দায়িত্ব তাহার।
(৩) কার্যবিধি অনুসারে অথবা সরকারের আদেশ দ্বারা যাহাকে অপরাধী ঘোষণা করা হইয়াছে।
(৪) চোরাই বলিয়া যুক্তিসংগতভাবে সন্দেহ করা যেতে পারে, এইরুপ মাল যাহার নিকট রহিয়াছে এবং যে এইরুপ মাল সম্পর্কে কোন অপরাধ করিয়াছে বলিয়া যুক্তিসংগতভাবে সন্দেহ করা যাইতে পারে।
(৫) পুলিশ অফিসারকে তাহার কার্যে বাধাদানকারী ব্যক্তি অথবা যে ব্যক্তি আইনসংগত হেফাজত হইতে পলায়ন করিয়াছে অথবা পালায়ন করে।
(৬) বাংলাদেশ সশস্ত্র বাহিনী হইতে পলায়নকারী বলিয়া যাহাকে যুক্তিসংগতভাবে সন্দেহ করা যাইতে পারে।
(৭) বাংলাদেশে করা হইলে অপরাধ হিসাবে শাস্তিযোগ্য হইত, বাংলাদেশের বাহিরে কৃত এইরুপ কোন কার্যের সহিত জড়িত ব্যক্তি অথবা এইরুপ জড়িত বলিয়া যাহার বিরুদ্ধে যুক্তিসংগত অভিযোগ করা হইয়াছে অথবা বিশ্বাসযোগ্য খবর পাওয়া গিয়াছে অথবা যুক্তিসংগত সন্দেহ রহিয়াছে এবং যাহার জন্য সে প্রত্যর্পণ সম্পর্কিত কোন আইন অথবা ১৮৮১ সালের পলাতক অপরাধী আইন অনুসারে অথবা অন্য কোন ভাবে বাংলাদেশে গ্রেফতার হইতে অথবা হেফাজতে আটক থাকিতে বাধ্য।
(৮) কোন মুক্তিপ্রাপ্ত আসামী ফৌজদারী কার্যবিধি ৫৬৫(৩) ধারা অনুসারে প্রণীত কোন নিয়ম লংঘন করে।
(৯) যাহাকে গ্রেফতারের জন্য অন্য কোন পুলিশ অফিসারের নিকট হইতে অনুরোধ পাওয়া গিয়াছে। যাহাকে গ্রেফতার করা হইবে তাহার এবং যে অপরাধের কারনে গ্রেফতার করা হইবে সেই ব্যাপারে অনুরোধ প্রেরণ করিয়াছেন সেই অফিসার উক্ত ব্যক্তিকে আইনসংগতভাবে বিনা পরোয়ানায় গ্রেফতার করিতে পারিবেন।

ফৌজদারী কার্যবিধি ৫৫ ধারা মোতাবেক থানার ভারপ্রাপ্ত অফিসার নিম্নলিখিত ব্যক্তিগণকে গ্রেফতার করিতে অথবা গ্রেফতার করাইতে পারিবেন-
(ক) থানা এলাকার মধ্যে যে ব্যক্তি এই পরিস্থিতিতে নিজের উপস্থিতি গোপন করিবার জন্য সাবধানতা গ্রহন করিতেছে, যাহার ফলে যুক্তিসংগতভাবে বিশ্বাস করা যাইতে পারে যে, কোন আমলযোগ্য অপরাধ করিবার উদ্দেশ্যেই সে এইরুপ সাবধানতা গ্রহণ করিতেছে।
(খ) থানা এলাকার মধ্যে যে ব্যক্তির কোন প্রকাশ্য জীবিকা নাই অথবা যে ব্যক্তি নিজের সম্পর্কে কোন সন্তোষজনক বিবরণ দিতে পারে না।
(গ) যে ব্যক্তি অভ্যাসগতভাবে ডাকাত, গৃহভংগকারী অথবা চোর বলিয়া পরিচিত অথবা যে ব্যক্তির চোরাই বলিয়া জানিয়া অভ্যাসগতভাবে চোরাইমাল গ্রহণ করিবার দুর্নাম আছে, সে অভ্যাসগতভাবে বলপূর্বক অন্যের সম্পত্তি গ্রহণ করে অথবা এইরুপ গ্রহণের উদ্দেশ্যে অভ্যাসগতভাবে অন্যকে আঘাতের ভীতি প্রদর্শন করে।

ফৌজদারী কার্যবিধি ৫৭ ধারা মোতাবেক যখন কোন ব্যক্তি কোন পুলিশ অফিসারের উপস্থিতিতে কোন আমলযোগ্য অপরাধ করে অথবা এইরুপ অপরাধ করিবার অভিযোগে অভিযুক্ত হয় এবং উক্ত অফিসার দাবি করিলে নিজের নাম ও বাসস্থান জানাইতে অস্বীকার করে অথবা এইরুপ নাম ও বাসস্থানের কথা প্রকাশ করে যাহা উক্ত অফিসার যুক্তিসংগতভাবে মিথ্যা বলিয়া মনে করেন তখন তাহার নাম বা বাসস্থান সম্পর্কে নিশ্চিত হইবার জন্য উক্ত অফিসার তাহাকে গ্রেফতার করিতে পারিবেন।

ফৌজদারী কার্যবিধি ১২৪(৬) ধারা মোতাবেক যখন কোন শর্ত সাপেক্ষে অব্যাহতির আদেশ বাতিল করা হয়, তখন যে কোন পুলিশ অফিসার এইরুপ ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করিতে পারিবেন।

ফৌজদারী কার্যবিধি ১২৮ ধারা মোতাবেক কোন বেআইনী সমাবেশ অথবা সর্ব সাধারণের শান্তি বিনষ্ট হওয়ার কারণ ঘটাইতে পারে এইরুপ পাচ বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত কোন সমাবেশের প্রতি ছত্রভংগ হইবার আদেশ দেওয়ার পর যদি ছত্রভংগ না হয় তাহলে উক্তরুপ সমাবেশ ছত্রভংগ করিবার উদ্দেশ্যে গ্রেফতার করিতে পারিবেন।

ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারা মোতাবেক কোন পুলিশ অফিসার যদি কোন আমলযোগ্য অপরাধ সংঘটনের কুমতলবের কথা জানিতে পারেন এবং তাহার নিকট যদি প্রতীয়মান হয় যে, এই অপরাধ সংঘটন অন্যভাবে নিবারণ করা যাইবে না, তাহা হইলে তিনি ম্যাজিষ্ট্রেটের আদেশ ও পরোয়ানা ব্যতীত সংশ্লিষ্ট কুমতলবী ব্যক্তিকে গ্রেফতার করিতে পারিবেন।

ইহা ছাড়াও ১৮৬১ সালের পুলিশ আইনের ৩৪/৩৪-ক ধারা, অস্ত্র আইনের ১২ ধারা, জুয়া আইনের ৫/১১ ধারা, রেলওয়ে আইনের ১৩১/১৩২ ধারা, সড়ক পরিবহন আইন ২০১৮ এর  ১১০ ধারা, খেয়া আইনের ৩১ ধারা, অফিসিয়াল সিক্রেট আইনের ১২ ধারা, ডিএমপি অধ্যাদেশ ১০০ ধারা, সিএমপি অধ্যাদেশ ১০৩ ধারা, আরএমপি অধ্যাদেশ ১০৪ ধারা, কেএমপি অধ্যাদেশ ১০৪ ধারা, পাসপোর্ট আইন ৪ ধারা, বিস্ফোরক দ্রব্য আইন ১৩ ধারা, আবগারী আইন ৬৭ ধারা, বন আইন ৬৪ ধারা, শিশু আইন ৪৪ ধারা, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ২১ ধারা, জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা আইন ২৬ ধারা মোতাবেক বর্ণিত অপরাধ সমুহে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করিতে পারেন।