⚖️ অপরাধ প্রক্রিয়া (Modus Operandi) বলিতে কি বুঝায়?
- Author: MD Sirajul Islam, Inspector of Police
- Published: 2 weeks ago
- Category: অপরাধ বিজ্ঞান
অপরাধ প্রক্রিয়াকে ইংরেজিতে Modus Operandi বলা হয়। তবে এই শব্দটি ল্যাটিন শব্দ। যাহার অর্থ হইল Mode of Operatino বা অপরাধ প্রক্রিয়া। অর্থাৎ কোনো অপরাধী বা পেশাদার অপরাধী অথবা পেশাদার অপরাধী দল যে পদ্ধতিতে অপরাধ করিয়া থাকে- সেই বিশেষ প্রক্রিয়াকেই অপরাধ প্রক্রিয়া বা Modus Operandi বলা হইয়া থাকে। লণ্ডনের ওয়েষ্ট রাইডিং কনস্টেবলারীর তৎকালীন চিফ কনস্টেবল মেজর স্যার এল, ডব্লিউ আর্চালি এই পদ্ধতি আবিস্কার করেন। পরবর্তীতে মি. অগাস্ট ভোলমার মার্কিন যুক্তরাষ্ট্রে উহার ব্যাপক উন্নতি সাধন করেন। ইহার নিম্নরূপ বৈশিষ্ট রহিয়াছে।
(১) অপরাধীর চারিত্রিক বৈশিষ্ট;
(২) মানসিক প্রতিচ্ছবি;
(৩) ব্যক্তিত্বের অদ্ভুত আচরণ;
(৪) একই পদ্ধতি অবলম্বন করিয়া বাববার একই অপরাধ করা;
(৫) সাধারণত যে পদ্ধতিতে অপরাধটি করা হয়, সারাজীবন সেই পদ্ধতি অপরিবর্তিত থাকে। তবে বর্তমান সময়ে কিছু কিছু ব্যতিক্রম পরিলিক্ষিত হইতেছে।
(৬) যে অপরাধী যে ধরণের অপরাধ করিতে অভ্যস্ত হইয়া পড়ে, সেই অপরাধী সেই ধরণের অপরাধ বারবার করিতে থাকে। যেমন- যে পকেট কাটে, সে সারাজীবন পকেট কাটিয়াই থাকে।
(৭) অপরাধী চিন্তা, পরিকল্পনা, ঘটনাস্থল, সময়, আসা-যাওয়ার ব্যবস্থা, প্রবেশ, অপরাধ সম্পাদন ইত্যাদি বিষয়েও অভ্যস্ত হইয়া পড়ে।
তদন্তকার্যে অপরাধ প্রক্রিয়ার গুরুত্বঃ
(১) অপরাধী বা অপরাধীদলের অপরাধ প্রক্রিয়া জানা থাকিলে তদন্তকালে প্রাপ্ত বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সূত্রগুলির একত্রে মিলাইয়া লইলে সম্পূর্ণ অপরাধ ঘটনাটি সহজে উদ্ভাসিত হইতে পারে।
(২) কোনো অপরাধের অপরাধ প্রক্রিয়া অবগত হইয়া এবং পূর্ব হইতেই পুলিশ রেকর্ডে সংরক্ষিত অপরাধ প্রক্রিয়া বিবরণ পর্যালোচনা করিয়া সাদৃশ্য পাওয়া গেলে অনায়সে অপরাধীকে সনাক্ত করা সম্ভব হইতে পারে।
(৩) এই প্রক্রিয়ার সঠিক পর্যবেক্ষণে অতি সহজে অপরিচিত অপরাধীর পরিচয় জানা যায়। যাহার ফলে তদন্তের দুয়ার খুলিয়া যায় এবং তদন্তকারীর সময় সাশ্রয় হইতে পারে।
(৪) সিআইডি-এর সিআইবি-তে অপরাধ প্রক্রিয়ার ভিত্তিতে সিআইবি রেফারেন্স (BP From no 137) পাঠাইলে সিআইবি হইতে গুরুত্বপূর্ণ তথ্য পাইয়া অপরাধী বা অপরাধীদলের সন্ধান পাওয়া যাইতে পারে।