⚖️ দাগী আসামী কারা?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 1 week ago
  • Category: পিআরবি

আইনের কোথাও দাগী আসামীর সংজ্ঞা প্রাদান করা হয় নাই। তবে পিআরবি ৩৩৬ বিধি পর্যালোচনা করিয়া দেখা যায় যে, দুই ধরণের অপরাধীকে পুলিশের নিরীক্ষণে (Surveillance) রাখার বিধান রহিয়াছে। 

যেমন-

(ক) মারাত্মক ধরণের অপরাধে অভিযুক্ত হইয়া সাজাপ্রাপ্ত এবং

(খ) সন্দেহভাজন ব্যক্তি। 

 

তাই বলা যায় যে, যাহারা কাহারও শরীরের উপর হামলা করিয়া এবং সম্পত্তি সংক্রান্ত অপরাধে জড়িত হইয়া সাজাপ্রাপ্ত হইয়াছে, তাহারাই দাগী আসামী হিসাবে চিহ্নিত। অর্থাৎ অপরাধজনক কৃতকর্মের জন্য যাহাদের নামে লাল কালির দাগ লাগিয়াছে, তাহারাই দাগী বা দাগী আসামী। দাগী আসামীদের নাম পুলিশ রেকর্ডের সর্বত্র লাল কালিতে লেখা হইয়া থাকে (পিআরবি-৪৯৯)। 

 

সকল দাগী আসামী বা অপরাধীকেই পুলিশ নিরীক্ষণে রাখার প্রয়োজন আছে। তবে থানায় প্রয়োজনীয় সংখ্যক তত্ত্বাবধানকারী পুলিশ অফিসার কর্মরত না থাকিলে, সেইক্ষেত্রে পুলিশ সুপার তাহার বিবেচনাপ্রসুত নির্দেশ প্রদান করিয়া কাহারা নিরীক্ষণে থাকিবে, তাহা ঠিক করিয়া থাকেন (পআরবি-৩৩৭)। তবে তিনি নিম্নলিখিত ব্যাক্তিদের মধ্য হইতে কাহারা নিরীক্ষণে থাকিবেন সেই তালিকা তৈরীর নির্দেশ দিয়া থাকেন। যেমন-

(ক) দাগী অপরাধী এবং

(খ) সন্দেহভাজন অপরাধী। 

দাগী আসামীরা সব সময়েই দুর্ধর্ষ প্রকৃতির । তাদের প্রায় সবারই নামে থানায় ভিসিএনবি-তে হিস্ট্রিসিট খোলা হইয়া থাকে। সার্কেল অফিসআর দাগীদের বিরুদ্ধে হিস্ট্রিসিট খোলার আদেশ প্রদান করিয়া থাকেন (পিআরবি-৪০১)। 

 

নিরীক্ষণে থাকা ব্যক্তি যদি নিরাপরাধ জীবন-যাপন করে এবং উহা পুলিশ সুপার ব্যক্তিগতভাবে নিশ্চিত হন, তবে তিনি নিরীক্ষণ হইতে নাম বাদ দিতে পারেন (পিআরবি-৩৩৮)। 

 

দাগী আসামী বা অপরাধীরা ওসির অনুমতিক্রমে ঠিকানা বদল করিলেও দাগীর নতুন ঠিকানা বা বাসস্থান সম্পর্কে প্রথম থানার অফিসার কর্তৃক বিষয়টি ভিসিএনবি এর অংশ-১ বা ২ এর একটি খোলা সিট (Extract) দাগীর নতুন ঠিকানার সংশ্লিষ্ট থানায় পাঠাইতে হইবে। পরবর্তী থানার অফিসার বিষয়টি সম্পর্কে অনুসন্ধান করিয়া পূর্বের থানার অফিসারের নিকট একটি প্রতিবেদন অংশ (২ এবং ৩ এর Extract) পুলিশ সুপারের মাধ্যমে পাঠাইবেন। অর্থাৎ এক থানার কোনো দাগী আসামী অন্য থানায় চলিয়া গেলে দুই থানার অফিসারকেই ব্যবস্থা গ্রহণ করিতে হয় এবং মূল থানার VCNB-এর History Sheet এর Extract সেইখানে পাঠাইতে হয়, যেখানে দাগী আসামী বসবাস করে।