⚖️ পুলিশ ডিসক্রিশন কি?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 1 week ago
  • Category: অপরাধ বিজ্ঞান
ডিসক্রিশন বলিতে ব্যক্তি স্বাতন্ত্রের ইচ্ছাকে বুঝায়। আভিধানিক অর্থে Discretion বলিতে- বিচারবুদ্ধি সম্পন্নতা, বিচক্ষণতা ইত্যাদি এবং স্বেচ্ছামত কাজ করার স্বাধীনতাকে বুঝাইয়াছে। এই অর্থে পুলিশ ডিসক্রিশন বলিতে পুলিশের ব্যক্তিগত ইচ্ছামাফিক পুলিশি কার্যক্রমকে বুঝানো হইয়াছে। একজন পুলিশ সদস্য বা পুলিশ অফিসারকে পুলিশি কার্যক্রমে প্রায় সকল ক্ষেত্রেই তাদের এই ডিসক্রিশন ক্ষমতাকে কাজে লাগাইতে হয়। পরিস্থিতিই একজন পুলিশ অফিসারকে ডিসক্রিশন প্রয়োগে অনেকক্ষেত্রে বাধ্য করিয়া থাকে। 

 

সব কাজেরই ভালো-মন্দ দুইটি দিক থাকিতে পারে। পুলিশ Discretion হইল একটি সিদ্ধান্ত যাহা সঠিক সময়ে সঠিক হইলে ভালো এবং সঠিক না হইলে তাহার মন্দ প্রভাব অবশ্যই পড়িবে। পুলিশের সব কাজেই সর্ব প্রথম আইন মোতাবেক হইতে হইবে। ইহাই পূর্ব শর্ত। অতঃপর পুলিশকে জনস্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করিতে হইবে। জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত বা Discretion প্রয়োগ করিলে মন্দ ফলই পাওয়া যাইবে। বে-আইনী সমাবেশ দমন করিতে গিয়া যদি পুলিশ নিজ Discretionary ক্ষমতা যথাযথভাবে সঠিক সময়ে প্রয়োগ করিতে না পারে, তবে জান মালের ব্যাপক ক্ষতি হইতে পারে। সরকারি সম্পত্তি তথা জনসম্পত্তি ধ্বংস হইতে পারে। এই ক্ষমতা প্রয়োগে প্রথমদিকে ভালো ফল দিবে, পরে হয়তোবা অতি প্রয়োগের ফলে নতুন করিয়া পরিস্থিতির সৃষ্টি হইতে পারে এবং ফলাফল মন্দ হইতে পারে। তাই বলা যায় যে, পুলিশ ডিসক্রিশন প্রয়োগের উপরই সার্বিক ভালো ও মন্দ নির্ভর করে। প্রয়োগের দোষে সমাজে বিশৃংখলা সৃষ্টি হইতে পারে এবং আইন শৃংখলা পরিস্থিতির উদ্ভব হইতে পারে। তখন আবার আইনি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করিতে হইবে। এইক্ষেত্রে পুলিশের উপর ডিসক্রিশন আরোপ হইতে পারে। অর্থাৎ তিনি কি সিদ্ধান্ত গ্রহণ করিবেন। লোকজনকে গ্রেফতার করিবেন না লাঠি, গুলি-বন্দুকের ও গ্যাস গানের ভয় দেখিয়া ছত্রভঙ্গ করিবেন বা সরাসরি গুলি করিয়া প্রাণ নাশ করিবেন। পরিস্থিতি শান্ত হইতেই পারে অথবা বে-আইনী জনতা অধিক উত্তেজিত হইয়া অতি মাত্রায় গুজব ছড়াইয়া পরিস্থিতি ভয়াবহ করিয়া তুলিতে পারে। 

 

উপর্যুক্ত আলোচনা হইতে দেখা যায় যে, সঠিক সময়ে উপযুক্ত Discretion  সঠিভাবে প্রয়োগ করিতে পারিলে পুলিশি কার্যক্রমে সুফল পাওয়া যায়। কিন্তু এই Discretion যথাযথভাবে প্রয়োগ করিতে হইলে বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি, প্রয়োগ স্কিল, পরিস্থিতি মূল্যায়ন প্রভৃতি বিষয়গুলি সম্পর্কে সঠিক জ্ঞান থাকিতে হইবে। এইক্ষেত্রে অভিজ্ঞতা একটি বড় উপাদান (Factor)। অভিজ্ঞতার বিকল্প নাই। মানুষ অভিজ্ঞতা দ্বারা অনেক কিছুই শিখে। পুলিশি কার্যক্রমে যিনি যত বেশি অভিজ্ঞ তিনি পুলিশি কার্যক্রমে তাহার নিজস্ব Discretion প্রয়োগে তত বেশি পারঙ্গম হইবেন এবং সুফল লাভ করিবেন। ইহাতে কোনো সন্দেহ নাই। বাস্তব অবস্থা বা পরিস্থিতি সম্পর্কে যাহার পূর্ব অভিজ্ঞতা রহিয়াছে এবং যিনি উপস্থিত বুদ্ধি দ্বারা সঠিক ডিসক্রিশন প্রয়োগ করিতে সঠিক জ্ঞানের অধিকারী তাহার পক্ষে সঠিক সময়ে উপযুক্ত Discretion প্রয়োগ করা সহজতর। তাই পুলিশকে দূরদর্শী হইতে হয়। প্রজ্ঞাদ্বারা Discretion প্রয়োগ করিতে হয়। এই Discretion প্রয়োগে যিনি যত পটু (Skilful), তিনি তত বেশি স্বার্থক। যথাযথভাবে ও অভিজ্ঞতা দ্বারা উপযোগী ডিসক্রিশন প্রয়োগ করিতে গেলেই সুফল পাওয়া যাইবে।