⚖️ মামলা প্রত্যাহারের বিধান কি?
- Author: MD Sirajul Islam, Inspector of Police
- Published: 1 day ago
- Category: ফৌজদারী কার্যবিধি
-
ফৌজদারী কার্যবিধির ৪৯২ ধারার বিধান মোতাবেক সরকার মামলা পরিচালনার জন্য পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ করতে পারেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) কোনো প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়াই আদালতে হাজির হতে ও মামলা পরিচালনা করতে পারেন (ফৌদারী কার্যবিধির ৪৯৩ ধারা)।
ফৌজদারী কার্যবিধির ৪৯৪ ধারায় মামলা প্রত্যাহারের বিধান রয়েছে। উক্ত ধারার বিধান অনুসারে পাবলিক প্রসিকিউটর (পিপি) আদালতের অনুমতি নিয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনীত মামলা সাধারণভাবে বা যে সকল অপরাধে তার বিচার হচ্ছে তা যেকোনো এক বা একাধিক অপরাধ সম্পর্কে মামলা পরিচালনা প্রত্যাহার করতে পারবে এবং এই প্রত্যাহারের ফলে-
(ক) চার্জ প্রণয়নের পূর্বে মামলা প্রত্যাহারের আবেদন করা হলে উক্ত এক বা একাধিক অপরাধ সম্পর্কে আসামীকে অব্যাহতি প্রদান করতে হবে।
(খ) চার্জ প্রণয়নের পর মামলা প্রত্যাহারের আবেদন করা হলে অথবা এই বিধির অধীন কোনো চার্জ প্রণয়ন প্রয়োজন না হলে উক্ত এক বা একাধিক অপরাধ সম্পর্কে আসামীকে খালাস দিতে হবে।
এই ধারার বিধান তখনই প্রয়োজন হয়, যখন মামলার সাক্ষ্য এতো অপর্যাপ্ত থাকে যে, মামলায় শাস্তি হওয়ার সম্ভাবনা থাকে না। এই দায়িত্ব আদালতকে বিচার বিবেচনার সাথে পালন করতে হয়। কারণ আদালতকে মামলা প্রত্যাহারের আদেশে উহার কারণ লিখতে হয়, যাতে উচ্চ আদালত বুঝতে পারেন যে- প্রত্যাহার আদেশ আইন সম্মত ছিলো। তবে বিচারক মামলার প্রত্যাহার সংক্রান্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এর আবেদন মেনে নিতে বাধ্য নয়। যদি মামলার আসামীর শাস্তি হওয়ার মতো যথেষ্ট সাক্ষ্য আছে বলে আদালতের কাছে প্রতীয়মান হয়, তবে আদালত সুচিন্তিত বিচার-বিবেচনা দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করে আদেশে কারণসমূহ লিপিবদ্ধ করে মামলা প্রত্যাহার অনুমোদন নাও করতে পারেন।
সরকার পক্ষে মামলা পরিচালনার অনুমতি (ফৌজদারী কার্যবিধির ৪৯৫ ধারা):
(১) কোনো মামলার অনুসন্ধান বা বিচারকারী ম্যাজিষ্ট্রেট সরকার কর্তৃক এতদবিষয়ে নির্ধারিত পদের নিম্নপদস্থ কোনো পুলিশ অফিসার ব্যতীত অন্য যেকোনো ব্যক্তিকে বাদি পক্ষের মামলা পরিচালনার অনুমতি দিতে পারবেন। কিন্তু এটর্নি জেনারেল, সরকারী সলিসিটর, পাবলিক প্রসিকিউটর অথবা সরকার কর্তৃক এই বিষয়ে সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার ব্যতীত কোনো ব্যক্তি উক্ত অনুমতি ব্যতিরেকে বাদি পক্ষের মামলা পরিচালনা করার অধিকারী হবে না।
(২) মামলা প্রত্যাহারের ব্যপারে এরূপ অফিসারের ফৌজদারী কার্যবিধির ৪৯৪ ধারায় বর্ণিত ক্ষমতা থাকবে এবং তার প্রত্যাহৃত মামলার ক্ষেত্রে উক্ত ধারার বিধানসমূহ প্রযোজ্য হবে।
(৩) বাদি পক্ষের মামলা পরিচালনাকারী কোনো ব্যক্তি উহা ব্যক্তিগতভাবে কোনো কৌসুলীর দ্বারা এরূপ করতে পারবেন।
(৪) যে অপরাধে আসামীর বিচার হচ্ছে সেই অপরাধের কোনো তদন্তে অংশ গ্রহণ করে থাকলে কোনো পুলিশ অফিসারকে বাদি পক্ষের মামলা পরিচালনা করার অনুমতি দেয়া হবে না।