⚖️ মামলা পরিচলনা পদ্ধতি কি?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 2 weeks ago
  • Category: ফৌজদারী কার্যবিধি
ফৌজদারী কার্যবিধির ১৭৭ ধারা হতে ১৮৮ ধারা পর্যন্ত ফৌজদারী আদালতের তদন্ত ও বিচারের অধিক্ষেত্র সম্পর্কে আলোচিত হয়েছে। 

 

(ক) তদন্ত ও বিচারের সাধারণ স্থানঃ 

ফৌজদারী কার্যবিধির ১৭৭ ধারায় বলা হয়েছে যে, প্রত্যেকটি অপরাধ যে আদালতের অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে সংঘটিত হয়েছে সাধরণত সে আদালতই উহার তদন্ত ও বিচার করবেন। তবে ফৌজদারী কার্যবিধির ৫২৬খ(১) ধারা অনুযায়ী যখন কোনো দায়রা জজের দৃষ্টিগোচর করা হয় যে, ন্যায় বিচারের জন্য এই ধারার অধীন আদেশ দান করা প্রয়োজন তখন তিনি তার দায়রা বিভাগাধীন এক ফৌজদারী আদালত হতে অন্য ফৌজদারী আদালতে কোনো নির্দিষ্ট মামলা হস্তান্তরের আদেশ প্রদান করতে পারেন। 

 

(খ) বিভিন্ন দায়রা বিভাগে মামলার বিচারের আদেশ দেয়ার ক্ষমতাঃ 

ফৌজদারী কার্যবিধির ১৭৮ ধারায় বলা হয়েছে যে, ১৭৭ ধারায় যাই থাকুক না কেনো, সরকার নির্দেশ দিতে পারবেন যে, যে  কোন জেলায় বিচারের জন্য প্রেরিত কোন মামলা বা কোন শ্রেণীর মামলাগুলির বিচার যে কোন দায়রা বিভাগে হতে পারবে। যেমন- চট্টগ্রাম দায়রা বিভাগে বিচারাধীন কোনো মামলা ঢাকার দায়রা আদালতে বিচারের নিমিত্ত্বে সরকার স্থানান্তরের আদেশ দিতে পারেন।   

 

(গ) অপরাধের শুরু এবং শেষ দুই স্থান হলেঃ 

ফৌজদারী কার্যবিধির ১৭৯ ধারায় উল্লেখ আছে যে, যে জেলায় অপরাধ সংঘটিত হয়েছে এবং যে স্থানে উহার পরিণাম ঘটেছে অভিযুক্ত ব্যক্তির বিচার এ দুই স্থানের যে কোনো একটিতে হবে। 

ধরা যাক, রহিম করিমের দ্বারা ঢাকায় আহত হলো এবং উহার ফলে রহিম মুন্সিগঞ্জে মারা গেল। রহিমের মৃত্যু ঘটানোর অপরাধের তদন্ত বা বিচার ঢাকায় বা মুন্সিগঞ্জে হতে পারবে। 

ধরা যাক, ‘ক’ আদালতের অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে ‘খ’ আহত হলো এবং ‘গ’ আদালতের আওতাধীন স্থানীয় সীমার মধ্যে অবস্থানকালে আরও ১০ দিন এবং ‘ঘ’ আদালতের অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে আরও ১০ দিন তার দৈনন্দিন কার্য করতে পারল না। ‘খ’ কে গুরুতররূপে আহত করার অপরাধে তদন্ত বা বিচার ‘ক’, ‘গ’ বা ‘ঘ’ আদালতে হতে পারবে। 

ধরা যাক, ‘ক’ কে ‘খ’ আদালতের অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে আঘাতের ভয় দেখানো হলো এবং এরূপে তাকে ‘ঙ’ আদালতের আওতায় স্থানীয় সীমার মধ্যে ভীতি প্রদর্শনকারীর নিকট সম্পত্তি হস্তান্তর করতে বাধ্য করা হলো। ‘ক’ এর নিকট হতে বলপূর্বক সম্পত্তি আদায় করার অপরাধের তদন্ত বা বিচার ‘খ’ বা ‘ঙ’ আদালতে হতে পারবে। 

 

(ঘ) কোনো কার্য যেক্ষেত্রে অন্য কোনো অপরাধের কারণে অপরাধ, সেক্ষেত্রে বিচারের স্থানঃ 

ফৌজদারী কার্যবিধির ১৮০ ধারায় বর্ণিত হয়েছে যে, একটি কাজ যখন অন্য একটি কাজের সাথে সংশ্লিষ্ট হবার কারণে অপরাধ বলে চিহ্নিত হয় যেহেতু তখন অন্য কাজটিও অপরাধ, ঐ কাজ দুটি যে স্থানে অনুষ্ঠিত হয়েছে সে এলাকার আদালত ঐ অপরাধের বিচার করতে পারবে। 

ধরা যাক, টুনু বাঁশখালী থানার সরল গ্রামের মনুর বাড়ি হতে একটি গরু চুরি করে চকোরিয়া থানার নিজ গ্রাম হারবাঙ্গে রাখে। পুলিশ গরুটি টুনুর বারি হতে উদ্ধার করে। এক্ষেত্রে চকোরিয়া এবং বাঁশখালী উভয় আদালতে এ বিচার হতে পারে। 

অপহৃত বলে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে লুকায়ে রাখার অভিযোগের তদন্ত বা বিচার যে আদালতের অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে অন্যায়ভাবে লুকায়ে রাখা হয়েছে সে আদালত অথবা যে আদালতের অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে তাকে অপহরণ করা হয়েছে সে আদালতে হতে পারবে। 

 

(ঙ) ঠগ অথবা ডাকার দলভুক্ত হওয়া, হেফাজত হতে পলায়ন, অপরাধজনক আত্মসাৎ, চুরি, মানুষ অপহরণের ক্ষেত্রে অধিক্ষেত্র (ফৌজদারী কার্যবিধির ১৮১ ধারা)। 

(১) ঠগ হওয়া, ঠগ হয়ে নরহত্যা করা, ডাকাতি করা, নরহত্যা সহ ডাকাতি করা, ডাকাত দলভুক্ত হওয়া  অথবা হেফাজত হতে পলায়ন করার অপরাধের তদন্ত বা বিচার অভিযুক্ত ব্যক্তি যে আদালতের অধিক্ষেত্রের মধ্যে রয়েছে সে আদালতে হতে পারবে। 

(২) অপরাধজনক আত্মসাৎ বা অপরাধজনক বিশ্বাসভঙ্গের অপরাধের তদন্ত বা বিচার যে আদালতের অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট সম্পত্তির কোনো অংশ গ্রহণ করেছে বা রেখেছে অথবা অপরাধটি সংঘটিত হয়েছে সে  আদালতে হতে পারবে (ফৌজদারী কার্যবিধির ১৮১(২) ধারা)।  

(৩) চুরি বা চোরাই মালের দখল সম্পর্কিত কোনো অপরাধের তদন্ত বা বিচার যে আদালতের অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে অপরাধটি সংঘটিত হয়েছে অথবা চোর চোরাইমাল দখলে রেখেছে অথবা চোরাইমাল জেনেও কোনো ব্যক্তি উহা গ্রহণ করেছে সে আদালতে হতে পারবে (ফৌজদারী কার্যবিধির ১৮১(৩) ধারা)।  

(৪) মানুষ অপহরণ বা অপহরণ করে নিয়ে যাবার অপরাধের তদন্ত বা বিচার যে আদালতের অধিক্ষেত্রের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি অপহৃত হয়েছে বা লুকিয়ে রাখা হয়েছে বা আটক রাখা হয়েছে সে আদালতে হবে (ফৌজদারী কার্যবিধির ১৮১(৪) ধারা)।  

 

(চ) অপরাধের স্থান যখন অনিশ্চিতঃ 

ফৌজদারী কার্যবিধির ১৮২ ধারায় বলা হয়েছে যে, যখন কোনো অপরাধ কয়েকটি স্থানীয় এলাকার মধ্যে কোনটিতে সংঘটিত হয়েছে তা অনিশ্চিত বা যখন কোনো অপরাধ আংশিক একস্থানে এবং আংশিক অন্যস্থানে সংঘটিত হয় অথবা অপরাধটি যখন ক্রমাগত চলতে থাকে এবং একাধিক স্থানীয় এলাকায় উহা সংঘটিত হয় অথবা অপরাধটি যখন বিভিন্ন স্থানীয় এলাকায় সংঘটিত কতিপয় কার্যের সমষ্টি, তখন উক্ত অপরাধের তদন্ত বা বিচার উপরোক্ত স্থানীয় এলাকা সমূহের যে কোনো একটি যে আদালতের অধিক্ষেত্রভুক্ত সে আদালতে হতে পারবে। যেমন- পাসপোর্ট ছাড়া ভ্রমণ করা একটি নিরন্তর বা অব্যাহত গতিতে অপরাধ (এআইআর ১৯৬৫ এএলএল ১৫৯)। 

 

(ছ) ভ্রমণকালে কৃত অপরাধ (ফৌজদারী কার্যবিধির ১৮৩ ধারা)।

অপরাধী কর্তৃক স্থল বা জলপথে ভ্রমণকালে সংঘটিত কোনো অপরাধের কোনো তদন্ত বা বিচার অপরাধী অথবা যে ব্যক্তি বা বস্তুর বিরুদ্ধে অপরাধ করা হয়েছে সে ব্যক্তি বা বস্তু যে আদালতের অধিক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রম করে সে আদালতে করা যাবে। যেমন- কোনো ট্রেনে বা বাসে ভ্রমণকালে কৃত অপরাধ ট্রেন বা বাসটি যেসব আদালতের অধিক্ষেত্রভুক্ত স্থানীয় সীমার মধ্য দিয়ে অতিক্রম করেছে সেসব আদালতের যেকোনো একটিতে তদন্ত বা বিচার হতে পারবে। 

 

(জ) কোন জেলায় তদন্ত বা বিচার হবেঃ 

কোন জেলায় কোন আদালতে তদন্ত বা বিচার অনুষ্ঠিত হবে এ বিষয়ে সন্দেহ দেখা দিলে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিবেন (ফৌজদারী কার্যবিধির ১৮৫ ধারা)। 

 

(ঝ) বাংলাদেশের বাহিরে কৃত অপরাধ (ফৌজদারী কার্যবিধির ১৮৮ ধারা)। 

যখন বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাহিরে কোনো স্থানে অপরাধ করে অথবা যখন কোনো ব্যক্তি বাংলাদেশের রেজিষ্ট্রিকৃত কোনো জাহাজ বা বিমানে অপরাধ করে, তখন বাংলাদেশের যে স্থানে তাকে পাওয়া যাবে অপরাধটি সেস্থানে করা হয়েছে বলে ধরে নিয়ে সে সম্পর্কে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে সরকারের অনুমতি ব্যতিরেকে উক্তরূপ কোনো অভিযোগ সম্পর্কে তদন্ত বাংলাদেশে হতে পারবে না। 

যদি বাংলাদেশের কোনো নাগরিক মালয়েশিয়ায় কোনো মহিলাকে ধর্ষণ করে তাহলে তাকে বাংলাদেশের যেস্থানে পাওয়া যাবে সেস্থানে তার বিচার করা যাবে এবং ধর্ষণের অপরাধে দন্ডিত করা যাবে। 

চট্টগ্রাম বন্দরে অবস্থানকারী জনৈক ব্রিটিশ নাগরিক কোনো এক লোককে খুন করে। ঐ ব্রিটিশ নাগরিককে বাংলাদেশের যেস্থানে পাওয়া যাবে সেস্থানে তার বিচার করা যাবে এবং তাকে খুনের অপরাধে দন্ডিত করা যাবে। 

মামলার যেকোনো পর্যায়ে এখতিয়ারের প্রশ্ন উত্থাপন করা যেতে পারে (এআইআর ১৯২৭ মাদ্রাজ ৫৪৪)।  

Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন