⚖️ অণুবিশ্লেষণ বলিতে কি বুঝায়?
- Author: MD Sirajul Islam, Inspector of Police
- Published: 2 weeks ago
- Category: অপরাধ বিজ্ঞান
অণুবিশ্লেষণকে ইংরেজিতে Micro analysis বলা হয়। কোনো মামলার ঘটনাস্থলে বা তাহার আশেপাশে প্রাপ্ত আলামত সমূহকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখিয়া বারবার পরীক্ষা-নিরীক্ষা করিয়া যে প্রক্রিয়ায় প্রাপ্ত বস্তু (আলামত) সম্পর্কে কোনো বিশেষজ্ঞ মতামত দিয়া থাকেন, এই প্রক্রিয়াকে অণুবিশ্লেষণ বলা হইয়া থাকে। অণুবিক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাপ্ত বস্তুর তথা রক্ত, মল, মূত্র, বীর্য, চুল, পানি, বমি, ধাতব পদার্থের কোনো যন্ত্রের দাগ, ধুলাবালি, পশম, আঁশ, কাগজ, কালী ও পেন্সিলের লেখা, গুলি, গুলির খোসা, ফায়ারিং পিন, ধাতব বস্তুর গঠনপ্রণালী ইত্যাদি বহুগুণ, (২০ গুণ পর্যন্ত) বর্ধিত করিয়া তথ্য রেকর্ড করা হয় এবং ক্ষেত্রমতে তুলনামূলক বিচার বিশ্লেশণ করা হয়।
নিম্নলিখিত মামলার তদন্তের ক্ষেত্রে অণুবিশ্লেশণ এর মতামত গ্রহণ করা প্রয়োজন হয়ঃ
(১) খুন বা হত্যা মামলাঃ এই ক্ষেত্রে রক্ত, বীর্য, চুল, ক্ষত চিহ্ন ইত্যাদির অণুবিশ্লেষণের মাধ্যমে মামলার ঘটনার ক্ষেত্রে আসামীদের যোগসূত্র নির্ণয় করা সম্ভব হয়।
(২) ধর্ষণ মামলাঃ এই ধরণের মামলার ক্ষেত্রে বীর্য, রক্ত, চুল, বস্ত্র ইত্যাদির অণুবিশ্লেষণের দ্বারা আসামী সনাক্তকরণ করা যায়।
(৩) অস্ত্র মামলাঃ এই ধরণের মামলার ক্ষেত্রে প্রাপ্ত আলামত যথা- ফায়ারিং পিন, গুলি (বুলেট), গুলির খোসা, বন্দুকের ব্যারেল, গান পাউডার বা বারুদ ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করিয়া আগ্নেয়াস্ত্র সনাক্ত করা যায়।
(৪) অন্তর্ঘাতমূলক মামলাঃ নির্মাণ কাজে অন্তর্ঘাতের অভিযোগ পাওয়া যায়, সেই ক্ষেত্রে ধাতব রড ও অন্যান্য অবকাঠামোর উপাদানের অণুবিশ্লেষণ করিয়া সঠিক তথ্য জানা যায়।
(৫) মাদকদ্রব্য সংক্রান্ত মামলাঃ ক্রিস্টালোগ্রাফিক অণুবিশ্লেষণের মাধ্যমে নারকোটিক্স জাতীয় পদার্থ সনাক্ত করা হয়।
(৬) মোটর দুর্ঘটনার মামলাঃ ঘটনাস্থলে প্রাপ্ত ভাঙ্গা কাচ এবং সন্দেহযুক্ত কোনো গাড়ির কাচের তুলনামূলক পরীক্ষা করিলে সংশ্লিষ্ট গাড়িটি সনাক্ত হইতে পারে।
(৭) তামার তার চুরি মামলাঃ তামার তারের কর্তিত অংশ, জব্দকৃত তারের সংশ্লিষ্ট অংশ এবং ধাতব কাটার (প্লায়ার্স) এর অণুবিশ্লেষণ পরীক্ষায় প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়।
(৮) সিঁধেল চুরি মামলাঃ এই ধরণের মামলার ক্ষেত্রে কর্তিত সিঁধেল দাগ এবং সেখানে কোনো সিঁধকাঠি পাওয়া গেলে অথবা তদন্তকালে কোনো সিঁধকাঠি বা সিঁধকাঠি সদৃশ কোনো যন্ত্র পাওয়া গেলে ঐগুলির তুলনামূলক পরীক্ষা করিয়া ইহাদের মধ্যে যোগসূত্র স্থাপিত হইতে পারে।
(৯) অন্যান্য মামলাঃ যে ক্ষেত্রে জৈব রাসায়নিক পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট আলামতের অণুবিশ্লেষণ প্রয়োজন হয়, সেই ক্ষেত্রেও অণুবিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করিয়া