⚖️ পুলিশ কখন সাক্ষী তলব করতে পারে ?
- Author: MD Sirajul Islam, Inspector of Police
- Published: 3 weeks ago
- Category: ফৌজদারী কার্যবিধি
ক) পুলিশ অফিসার কখন সাক্ষী হাজির করার জন্য সমন বা নোটিশ ইস্যু করিতে পারেন-
ফৌজদারী কার্যবিধি আইনের ১৬০ ধারা মোতাবেক মামলা তদন্তকালে তদন্তকারী পুলিশ অফিসার যদি জানিতে পারেন যে কোন ব্যক্তি মামলার ঘটনা সম্পর্কে জানেন, তাহা হইলে উক্ত ব্যক্তিকে তাহার নিজের থানার হউক অথবা অন্য কোন থানার হউক তাহার নিকট হাজির হওয়ার জন্য লিখিতভাবে সমন বা নোটিশ ইস্যু করিতে পারেন। ফৌজদারী কার্যবিধি আইনের ৯৪ ধারা অনুসারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) এর তদন্তকালে কোন দলিল বা কোন জিনিস হাজির করার প্রয়োজন হইলে যে ব্যক্তির নিকট উক্ত দলিল বা জিনিস রহিয়াছে তাহাকে উক্ত দলিল বা জিনিস হাজির করিতে লিখিত আদেশ দিতে পারিবেন তবে Bankers, Book Evidence, Act (XVIII of 1891) এর সংজ্ঞা অনুযায়ী কোন ব্যাংকের বা ব্যাংকারের হেফাজতে রক্ষিত কোন দলিল বা অন্য কোন বস্তু যাহা কোন ব্যক্তির ব্যাংকের হিসাব সম্পর্কিত কোন তথ্য প্রদান করিতে পারে, তাহা নিম্নলিখিত ক্ষেত্র ছাড়া দাখিল করিবার কোন আদেশ দিতে পারিবেন না।
(ক) দায়রা জজের লিখিত পূর্বানুমতি লইয়া দন্ডবিধির ৪০৩, ৪০৬, ৪০৮, ৪০৯ ধারা এবং ৪২১ ধারা হইতে ৪২৪ ধারা, ৪৬৫ ধারা হইতে ৪৭৭-ক ধারার অধীন কোন তদন্তের জন্য।
(খ) অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের পূর্বানুমতি লইয়া।
ফৌজদারী কার্যবিধি আইনের ১০৩(১) ধারার বিধান মোতাবেক পুলিশ অফিসারকে কোন স্থানে তল্লাশী করিতে হইলে সেই এলাকার দুই বা ততোধিক সন্মানিত ব্যক্তিকে সাক্ষী হিসাবে হাজির হওয়ার জন্য লিখিতভাবে নির্দেশ দিতে পারিবেন। ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৪/১৭৫ ধারা অনুসারে পুলিশ অফিসার যখন কোন অপমৃত্যু মামলার তদন্ত করেন, তখন তিনি ঘটনার সঠিক কারণ উদঘাটন করিবার জন্য স্থনীয় দুই বা ততোধিক ব্যক্তিকে লিখিতভাবে সমন বা নোটিশ প্রদান করিয়া ঘটনাস্থলে ডাকিতে পারিবেন।
খ) সাক্ষী হাজির না হইলে-
পুলিশ অফিসারের লিখিত সমন বা নোটিশ পাওয়ার পর যদি কোন সাক্ষী হাজির না হয়, তাহা হইলে পুলিশ অফিসার বাংলাদেশ দন্ডবিধি আইনের ১৮৭ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।
গ) প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করিলে, বিবৃতিতে স্বাক্ষর না করিলে অথবা মিথ্যা সাক্ষী দিলে কি ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন-
ফৌজদারী কার্যবিধি আইনের ১৬০ ধারা এবং ১৭৪/১৭৫ ধারার বিধানমতে সাক্ষী হাজির হইয়া পুলিশ অফিসারের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করিলে দন্ডবিধি আইনের ১৭৯ ধারা, বিবৃতিতে স্বাক্ষর করিতে অস্বীকার করিলে দন্ডবিধি আইনের ১৮০ ধারা এবং মিথ্যা সাক্ষী দিলে দন্ডবিধি আইনের ১৯৩ ধারা মোতাবেক পুলিশ অফিসার ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।