⚖️ মৃত্যুকালীন ঘোষণা কি?
- Author: MD Sirajul Islam, Inspector of Police
- Published: 2 weeks ago
- Category: সাক্ষ্য আইন
মৃত্যুকালীন ঘোষণা (Dying Declaration) বা মৃত্যুকালীন জবানবন্দী বলিতে কোনো ব্যক্তি তাহার আসন্ন মৃত্যুর পূর্বে তাহার মৃত্যুর কারণ বা যে ঘটনার ফলে তাহার মৃত্যু আসন্ন বা কোনো মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে একটি ঘোষোণা বা বিবৃতি দিয়া যায়, তাহাই মৃত্যুকালীন ঘোষণা। মৃত্যুকালীন ঘোষণাপত্রে মৃত্যু ব্যক্তির স্বাক্ষরিত হইতে হইবে।
নিম্নলিখিত কারণে মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য: (সাক্ষ্য আইনের ৩২(১) ধারা এবং পিআরবি নিয়ম ২৬৬)।
(১) প্রাসঙ্গিক বিষয়ে লিখিত বা মৌখিক জবানবন্দী অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা প্রদান করিয়াছেন।
(২) ঘোষণা প্রদানকারীর মৃত্যু হইলে (সাক্ষ্য আইনের ৩৩ ধারা)
(৩) সাক্ষ্য প্রদানকারী ইত:মধ্যে সাক্ষ্য প্রদানে অক্ষম হইয়াছে।
(৪) এই ঘোষণা প্রদানকারীর বিবৃতিতে যদি তাহার মৃত্যুর কারণ বর্ণনা থাকে।
(৫) এই বিবৃতি লিখিত হইলে যিনি লিখিয়াছেন, তাহাকে আদালতে সাক্ষ্য দিতে হইবে।
(৬) এই বিবৃতি মৌখিক হইলে, যাহারা শুনিয়াছেন, তাহারা আদালতে সাক্ষ্য দিবেন।
(৭) এই ঘোষণা গৃহীত হওয়ার মূল বিষয় হইল, যে ব্যক্তি বুঝিতে পারেন যে, তাহার মৃত্যু আসন্ন, তিনি কোনো মিথ্যা সাক্ষ্য দিতে পারেন না। আদালত এই নীতিতে বিষয়টি গ্রহন করিবেন।
ঘোষণাকারীর মৃত্যু না হইলে:
মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারীর ঘোষণা প্রদান করার পর চিকিৎসায় সুস্থ হইয়া জীবন ধারণ করিলে এবং বিচারের সময়ও জীবিত থাকিলে, ইত:পূর্বে সাক্ষ্য আইনের ৩২(১) ধারায় প্রদত্ত বিবৃতি মৃত্যুকালীন ঘোষণা হিসাবে আর গণ্য হইবে না। তবে সাক্ষ্য আইনের ১৫৭ ধারা অনুসারে সমর্থনমূলক সাক্ষ্য হিসাবে উহা আদালতে গ্রহণযোগ্য। আদালত পরবর্তীতে প্রদানকৃত বিবৃতির সমর্থনে আসন্ন মৃত্যুকালে প্রদত্ত ঐ বিবৃতি ব্যবহারযোগ্য ও সমর্থনমূলক জোড়ালো সাক্ষ্য হইতে পারে। সাক্ষীর পূর্ব বক্তব্যের বৈপরীত্য প্রদর্শনের জন্যও উহা ব্যবহূত হইতে পারে ( সাক্ষ্য আইনের ১৪৫ ধারা)।
তাই বলা চলে ঘোষণা প্রদানকারী ব্যক্তি প্রাণে বাচিয়া গেলে তাহার সেই বিবৃতি ফৌজদারী কার্যবিধি আইনের ১৬১ ধারায় প্রদত্ত জবানবন্দী হিসাবে গণ্য হইবে। তবে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬২(১) ধারার বিধানমতে আদালতে প্রদত্ত সাক্ষীর বিবৃতি খন্ডনের জন্য মৃত্যুকালীণ প্রদত্ত এই বিবৃতি ব্যবহার করা যাইবে। তাছাড়াও সাক্ষ্য আইনের ১৫৮ ধারার অধীনে এই বিবৃতি প্রতিবাদ বা সমর্থন করার জন্যও ব্যবহার করা যাইবে। তাই সাক্ষ্য আইন মোতাবেক এই ধরনের ঘোষণার গুরুত্ব থাকিয়াই যায়।