⚖️ জেলা বিশেষ শাখা বা District Special Branch (DSB) এর কাজ কি?
- Author: MD Sirajul Islam, Inspector of Police
- Published: 1 week ago
- Category: পিআরবি
-
জেলার যাবতীয় পুলিশি কার্যক্রম একজন পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত হয়ে থাকে। তিনি জেলার সার্বিক বিষয়াদির সমন্বয় করে থাকেন। প্রত্যেক জেলাতেই সরকারি অনুমোদনক্রমে পুলিশের একটি বিশেষ শাখার কার্যক্রম পরিচালিত হয়। পুলিশ সুপার সেই বিশেষ শাখারও পুলিশ সুপারের দায়িত্ব পালন করে থাকেন। তাই তিনি পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা হিসেবেও পরিচিত। জেলা বিশেষ শাখার যাবতীয় কার্যাবলী ডিএসবি ম্যানুয়েল ১০০/১০১ ধারা মোতাবেক চলে। এই শাখা District Special Branch (DSB) নামে পরিচিত। জেলা বিশেষ শাখায় জেলা পুলিশের সদস্যরা এবং পুলিশে কর্মরত সিভিল কর্মচারীগণ সকলে সিভিল বা সাদা পোষাকে দায়িত্ব পালন করে থাকেন। এই শাখার পুলিশ সদস্যগণ জেলার রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল কার্যকলাপের সংবাদ সংগ্রহ করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত করে থাকেন, যাতে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়।
জেলা বিশেষ শাখা বা District Special Branch (DSB) এর দায়িত্বে একজন পুলিশ পরিদর্শক ডিআইও-১ হিসেবে নিয়োজিত থাকেন। তার অধীনে কয়েকজন এসআই, এএসআই এবং ওয়াচার কনস্টবল কর্মরত থাকেন। তারা নিজের পরিচয় গোপন করে অতি সংগোপনে তথ্য সংগ্রহ করেন। ভিআইপি ডিউটি করাকালীন অতি গুরুত্বের সাথে ডিউটি করে ভিআইপিদের নিরাপত্তা বিধান করেন। জেলার সন্দিগ্ধ ব্যক্তিদের সকল কার্যকলাপের প্রতি সতর্ক নজর রাখেন। রাজনৈতিক নেতাদের প্রতি সার্বিক নজর রাখেন। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনার বিষয়ে কঠোর নজরদারী করেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রতিবেদন দাখিল করেন। জেলার সন্দিগ্ধ ব্যক্তিদের কার্যকলাপের প্রতি নজর রেখে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হতে দেশকে রক্ষাকল্পে গোপনভাবে তথ্য সংগ্রহ করেন।
জেলার আইন-শৃংখলা পরিস্থিত, রাজনৈতিক বিষয়াদি, শিল্প, ছাত্র, শ্রমিক, সীমান্ত, বিদেশী নাগরিক, প্রচারপত্র, ফসলাদি, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সংক্রান্তে যাবতীয় বিষয়সহ বিবিধ বিষয়ে উল্লেখ করে প্রতিদিন একটি প্রতিবেদন (DR) ডিআইও-১ এর মাধ্যমে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা এর নিকট দাখিল করেন। তাছাড়াও এই শাখায় পাসপোর্ট এবং সরকারি চাকুরি সংক্রান্তে ভেরিফিকেশন বা গোপন তদন্তকার্য পরিচালনা করে থাকেন। জেলায় ভিভিআইপি/ভিআইপিদের আগমন ও প্রস্থানকালে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়ে থাকে। এই শাখার সদর দপ্তরকে Special Branch (SB) বলা হয় এবং মেট্রো এলাকায় City Special Branch (CTSB) বলা হয়।
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন