⚖️ রাজনৈতিক সন্দিগ্ধ ব্যক্তি বলতে কি বুঝায়?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 6 days ago
  • Category: পিআরবি
দেশের সরকার বিরোধী কার্যকলাপে যারা লিপ্ত থাকে বা লিপ্ত থাকে বলে যাকে সন্দেহ করা হয়, সেই সকল ব্যক্তিকেই রাজনৈতিক সন্দিগ্ধ ব্যক্তি বলা হয়। উক্ত ব্যক্তিদের অজান্তে বা অলক্ষেই সরকার কোনো সংস্থার মাধ্যমে তাদের কার্যকলাপ সম্পর্কে গোপনে নিরীক্ষা বা পর্যবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করে থাকে। রাজনৈতিক সন্দিগ্ধ ব্যক্তি সাধারণত তিন প্রকার। যেমন-

(ক) এক তারকা বিশিষ্ট,

(খ) দুই তারকা বিশিষ্ট এবং

(গ) তারকা বিহীন।

রাজনৈত্যিক সন্দিগ্ধ ব্যক্তিদেরকে রাজনীতিতে তাদের গুরুত্বের বিষয়টি বিবেচনা করে তাদেরকে তারকা চিহ্নিত করা হয়। এক তারকা বিশিষ্ট সন্দিগ্ধ ব্যক্তিগণ অধিক গুরুত্বপূর্ণ। দুই তারকা বিশিষ্ট সন্দিগ্ধ ব্যক্তিগণ, এক তারকা বিশিষ্ট সন্দিগ্ধ ব্যক্তিদের তুলনায় কম গুরুত্বপূর্ণ। তারকা বিহীন সন্দিগ্ধ ব্যক্তিগণ এক ও দুই তারকা বিশিষ্ট সন্দিগ্ধ ব্যক্তিদের তুলনায় আরও কম গুরুত্বপূর্ণ। 

 

জেলা বিশেষ শাখা বা District Special Branch (DSB) এর করণীয়ঃ 

(১) রাজনৈতিক সন্দিগ্ধ ব্যক্তি যে সকল স্থানে গমনাগমন করে থাকেন, তার প্রতি নজর রাখা বা ওয়াচ করা। 

(২) সব সময় দুরত্ব বজায় রেখে নজরদারী পূর্বক আগাম তথ্য সংগ্রহ করে সন্দিগ্ধ ব্যক্তির রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হতে রাষ্ট্রকে রক্ষা করা। 

(৩) রাজনৈতিক সন্দিগ্ধ ব্যক্তিদের সম্পর্কে সেন্সরশীপ আরোপ করা।

(৪) সন্দিগ্ধ ব্যক্তিদের চলাফেরা গতিবিধি ও সভা-সমিতিতে বক্তব্য প্রদানে নিষেধাজ্ঞা প্রদান করা।

(৫) বিচারাধীন সন্দিগ্ধ ব্যক্তিদের চিঠিপত্র, আবেদনপত্র সেন্সরশীপ করা।

(৬) প্রয়োজনীয় ক্ষেত্রে রিপোর্ট পেশ করা।

(৭) ভ্রাম্যমান সন্দিগ্ধ ব্যক্তিদেরকে তিন সদস্য বিশিষ্ট পর্যবেক্ষণ দলের মাধ্যমে অনুগমন করে নিরীক্ষণে রাখা। 

(৮) এক জেলা হতে অন্য জেলায় গমনাগমন করলে সন্দিগ্ধ ব্যক্তিদেরকে অনুগমন করে ঐ জেলার ডিএসবি অফিসারকে বুঝায়ে দেওয়া। 

(৯) রাজনৈতিক সন্দিগ্ধ ব্যক্তি অন্যদেশে গমনকালে সীমান্ত পর্যন্ত বা বিমান বন্দর পর্যন্ত নিরীক্ষণ করতে হয় এবং স্থানীয় নিরীক্ষণকারীকে জানানো হয়। বিশেষ প্রয়োজন হলে একটি দল গঠন করে গোপনে একই বিমানে ভ্রমন করে নজরে রাখা। 

Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন