⚖️ মামলার ব্রিফ কাকে বলে?
- Author: MD Sirajul Islam, Inspector of Police
- Published: 2 weeks ago
- Category: পিআরবি
-
পিআরবি ৪৪৪ প্রবিধান মোতাবেক কোনো মামলার তদন্ত কার্য শেষ হওয়ার পর অভিযুক্ত আসামীর বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে ফৌজদারী কার্যবিধির ১৭০ ধারা অনুসারে মামলার তদন্তকারী অফিসার ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারার বিধানমতে চুড়ান্ত পুলিশ রিপোর্ট আদালতে দাখিল করেন। অভিযোগপত্র দাখিল করা হলে কোর্ট অফিসার মামলার এফআইআর, সাক্ষীর স্মারকপত্র (Memo of Evidence), মামলার কেস ডায়েরী, আলামত এবং দলিলপত্র পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করে বিপি ফরম নং ৪১ এর মাধ্যমে সংশ্লিষ্ট মামলার যে সংক্ষিপ্তসার প্রস্তুত করেন তাকেই ব্রিফ বলা হয়।
ব্রিফ প্রস্তুত করার উদ্দেশ্যঃ তদন্তকালে মামলার তদন্তকারী অফিসারের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কিছু কিছু ত্রুটি বা অবহেলা তদন্তের ক্ষেত্রে থেকে যায়, যাতে কোর্টে মামলা পরিচালনার ক্ষেত্রে এবং অভিযুক্ত আসামীর বিরুদ্ধে আদালতে মামলাটি প্রমাণ করা অসম্ভব হয়ে পড়ে। সেইক্ষেত্রে সংশোধনযোগ্য ত্রুটিসমূহ দূরীভুত করার নিমিত্তে তদন্তকারী অফিসারকে দিকনির্দেশনা প্রদান করাই মুখ্য উদ্দেশ্য। তাছাড়া তদন্তকারী অফিসার যদি মামলাটির আলামত ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে কোনো ব্যবস্থা নিয়ে থাকে, সেইক্ষেত্রে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে আইনসংগত ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ সুপারকে অবহিত করা।
উপর্যুক্ত বিপি ফরম নং ৪১ এর সাত দফা মামলী বিষয় উল্লেখ করা হয়েছে। সেইগুলি পূরণ করে মামলাটির একটি সংক্ষিপ্ত ইতিহাস লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ মামলার ঘটনা সংঘটন হতে আরম্ভ করে পরবর্তীতে তদন্তকারী অফিসার কর্তৃক গৃহীত সকল কার্যক্রম তথা কিভাবে মামলাটির ঘটনা উদঘাটিত হয়েছে, অভিযুক্ত ব্যক্তির সাথে কিভাবে যোগসূত্র স্থাপিত হয়েছে, কি কি আলামত কোথা হতে কিভাবে উদ্ধার হয়েছে, আলামতের সহিত আসামীর কি সম্পর্ক, অভিযুক্তের বিরুদ্ধে কি কি সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং তদন্তকালে প্রাপ্ত তথ্যাদি তদন্তকারী অফিসার কিভাবে যাচাই বাছাই করেছেন ইত্যাদি যাবতীয় বিষয় উল্লেখ করতে হবে।
অতঃপর কোর্ট অফিসার মামলার কেস ডকেট তথা আলামত, সাক্ষ্য প্রমাণ, সিডি, বিশেষভাবে মতামত ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করে তদন্তের ত্রুটিসমূহ চিহ্নিত করবেন। কোন কোন বিষয় কোন কোন সাক্ষী প্রমাণ করবেন তা উল্লেখ করতে হবে এবং সংশোধনযোগ্য বিষয়গুলি সংশোধন করতে প্রয়োজনীয় তথ্যসহ এসসিডি দাখিল করার জন্য সার্কেল অফিসার এর মাধ্যমে পুলিশ সুপার বরাবর একটি প্রতিবেদন পাঠাবেন। সংশোধনের অযোগ্য গুরুত্বর ধরনের ত্রুটি থাকলে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গৃহীত হতে পারে।