⚖️ ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তরের ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি?
- Author: MD Sirajul Islam, Inspector of Police
- Published: 2 weeks ago
- Category: ফৌজদারী কার্যবিধি
-
ফৌজদারী কার্যবিধির ১৭৪ ধারার বিধান মোতাবেক থানার অফিসার ইনচার্জ এবং তার অধঃস্তন পুলিশ অফিসার আত্মহত্যা, বিষ প্রয়োগে মৃত্যু, দুর্ঘটনা জনিত মৃত্যু এবং সন্দেহজনক মৃত্যু ইত্যাদি সম্পর্কে তদন্ত অথবা অনুসন্ধান করতে পারেন (পিআরবি ২৯৯ প্রবিধান)।
আত্মহত্যা, বিষ প্রয়োগে মৃত্যু, দুর্ঘটনা জনিত মৃত্যু এবং সন্দেহজনক মৃত্যুর ঘটনা সংক্রান্তে কেহ যদি আমলযোগ্য অপরাধের সংশ্লিষ্টতা সম্পর্কে কোনোরূপ বক্তব্য প্রদান না করে বা পুলিশের গোপন তদন্তেও কোনোরূপ সন্দেহের সৃষ্টি না হয়, ভিকটিমের নিকট আত্মীয়-স্বজন বা প্রতিবেশী কোনোরূপ অভিযোগ বা সন্দেহ না করে তবে সেইক্ষেত্রে পুলিশ অফিসার লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ব্যবস্থা গ্রহণ করে উহা ধর্মীয় বিধি-বিধান মোতাবেক মৃত্যুদেহ সৎকারের আদেশ দিতে পারেন। সুরতহাল রিপোর্ট অবশ্যই প্রস্তুত করতে হবে, ইহার বিকল্প নেই। সুরতহাল রিপোর্টে উপস্থিত ব্যক্তিগণকেও স্বাক্ষর করতে হবে (ফৌজদারী কার্যবিধির ১৭৪(২) ধারা)। পুলিশ এই কাজটি নিজ দায়িত্বেই করতে পারেন। তবে মৃত্যু সম্পর্কে সন্দেহ থাকলে ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা সঠিক হবে না। এইক্ষেত্রে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর তদন্তক্রমে ম্যাজিষ্ট্রেটের নিকট চুড়ান্ত রিপোর্ট দাখিল করতে হবে। তদন্ত একদিনের বেশি বিলম্ব হলে কেইস ডায়রী লিখতে হবে। একাধিক লাশের ক্ষেত্রে পৃথক পৃথক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতে হবে।
অসনাক্তকৃত অথবা বেওয়ারিশ লাশের ক্ষেত্রে পিআরবি ৩১৩ প্রবিধান মোতাবেক বিপি ফরম নং ৫২-তে আঙ্গুলের ছাপ গ্রহণ করে অনুসন্ধানের জন্য অনুসন্ধান শ্লিপ বিপি ফরম নং ৫৩ এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ সিআইডি ঢাকার আঙ্গুলাঙ্ক শাখায় (FPB) পাঠাতে হবে। দুই কপি ছাপ পাঠাতে হবে।
তাছাড়া পিআরবি ৩১৪ প্রবিধান মোতাবেক অসনাক্তকৃত অথবা বেওয়ারিশ লাশের ক্ষেত্রে পরিচিতি সম্পর্কে তদন্তের জন্য মৃতদেহের ছবি (অর্ধ প্লেট আকারে) তুলতে হবে। সিআইডির ফটো গ্রাফার দ্বারা ছবি উঠালে ভালো। পুরা দেহের ছবি কোনো দাগ বা চিহ্ন থাকলে যেনো স্পষ্ট দেখা যায়। ছবি মিডিয়াতে প্রচার করতে হবে।
অন্যদিকে যথাযথ তদন্তের মাধ্যমে পরিচিতি সংগ্রহের উদ্যোগ নিতে হবে। ধর্মীয় ও সামাজিক বিধি-বিধানমতে এবং স্বেচ্ছা-সেবক সংস্থা বা আঞ্জুমানে মফিদুল ইসলামের সহায়তায় সৎকারের ব্যবস্থা নিতে হবে। মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ না থাকলে ময়না তদন্ত না করার বিষয়টি পুলিশের বিবেচনার বিষয় (AIR 1975 SC 1925: Ref-11)।