⚖️ অপরাধ প্রমাণের জন্য যোগ্যসাক্ষী কারা?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 2 days ago
  • Category: সাক্ষ্য আইন

সাক্ষ্য আইনের ১১৮ ধারায় একজন সাক্ষীর যোগ্যতা/অযোগ্যতা সম্পর্কে আলোকপাত করা হইয়াছে। এই ধারার বিধান মোতাবেক যে ব্যক্তি আদালতে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝিতে পারে না এবং উহার যুক্তিসঙ্গত উওর দিতে পারে না, তিনি অযোগ্য সাক্ষী। অর্থাৎ আদালতে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝিয়া সঠিকভাবে যুক্তিসঙ্গত উত্তর প্রদান করিতে পারাই ঐ সাক্ষীর যোগ্যতা। একজন বোবা লোকও আদালতে লিখিয়া বা ইশারা বা ইঙ্গিত প্রদান করিয়া যুক্তিসঙ্গগতভাবে প্রশ্নের উত্তরটি আদালতকে বুঝাইতে পারিলে, ইহাও সেই সাক্ষীর যোগ্যতা বুঝাইবে (সাক্ষ্য আইনের ১১৯ ধারা)। এই ধারামতে নিম্ন আদালত হইতে খালাসপ্রাপ্ত একজন আসামীর সপথপূর্বক দেয়া সাক্ষ্য উচ্চ আদালতে পূনর্বিচারের গ্রহণীয় সাক্ষ্য হইতে পারে (PLD 1953 Lah 495)। 

 

সাক্ষ্য আইনের ৪৫ ধারা মোতাবেক তৃতীয় পক্ষের মতামতকে প্রাসঙ্গিক করা হইয়াছে। যেমন- 

উক্ত ধারায় বিদেশী আইন বিষয়ে, বিজ্ঞান অথবা চারুকলা বিষয়ে, হস্তলিপি বা টিপসহির সনাক্তকরণ বিষয়ে কোনো আদালতকে যখন কোনো অভিমত গ্রহণ করিতে হয়, তখন উল্লিখিত বা অনুরূপ কোনো বিষয়ে যে সকল ব্যক্তি বিশেষ পারদর্শী, অর্থাৎ বিশেষজ্ঞ, তাহাদের মতামত বা অভিমত প্রাসঙ্গিক হয়। যেমন বিষ প্রয়োগের কোনো ঘটনার ক্ষেত্রে বিষপ্রয়োগের ফলে মৃত দেহে যে সকল লক্ষণ প্রকাশিত হয়, সেই সম্পর্কে বিশেষজ্ঞের মতামত বা অভিমত প্রাসঙ্গিক। অনুরূপভাবে বলা যায় যে, বিশেষজ্ঞের অভিমত যখন প্রাসঙ্গিক হয়, তখন উক্ত অভিমতের সমর্থনকারী বা সমর্থনকারী বিষয়গুলিও প্রাসঙ্গিক হইয়া উঠে (সাক্ষ্য আইনের ৪৬ ধারা)। 

 

বিশেষজ্ঞের মতামঃ 

সাক্ষ্য আইনের ৪৭ ধারা মোতাবেক হস্তলিপি বিশারদের অভিমত প্রাসঙ্গিক। কোনো একটি দলিলের লেখা বা স্বাক্ষর সম্পর্কে যখন বিতর্কের সৃষ্টি হয়, তখন আদালতকে সঠিক সিদ্ধান্তে পৌছানোর জন্য, যে ব্যক্তি দ্বারা দলিলটি লেখা বা স্বাক্ষরিত হইয়াছে বলিয়া মনে করা হয়, সেই ব্যক্তির লেখা এবং সাক্ষর সম্পর্কে-

(১) যে ব্যক্তি উক্ত লেখা বা স্বাক্ষর চিনে তাহার অভিমত প্রাসঙ্গিক,

(২) সিআইডি এর হস্তলিপি বিশারদ উক্ত লেখা বা স্বাক্ষর তুলনামূলক  পরীক্ষা করিয়া অভিমত প্রাদান করিলে তাহা প্রাসঙ্গিক,

(৩) যে ব্যক্তি উক্ত লেখা লিখিতে দেখিয়াছে, তাহার বক্তব্য প্রাসঙ্গিক এবং 

(৪) যাহারা পত্রালাপ করিয়া লেখার সাথে পরিচিত, তাহাদের অভিমত প্রাসঙ্গিক। 

 

হস্থাক্ষর বলিতে লেখা এবং সাক্ষর উভয়ই বুঝায়।

হস্তলিপি বিশারদের মতামত বা অভিমত প্রাসঙ্গিক হইলে উক্ত বিশারদকে  আদালতে সাক্ষ্য প্রদান করিয়া তাহার অভিমত প্রাদান করিতে হয়। 

 

সকল বিশেষজ্ঞের মতামত বা অভিমত সর্বদাই গ্রহণিয়।