⚖️ পূর্ববর্তী দণ্ড কখন আদালতে প্রাসঙ্গিক?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 23 hours ago
  • Category: সাক্ষ্য আইন

সাক্ষ্য আইনের ৫৩ ধারা মোতাবেক ফৌজদারী মামলায় অভিযুক্ত ব্যক্তির ভালো চরিত্র প্রাসঙ্গিক। এই মর্মে আদালতে তথ্য উপস্থাপন করা হইলে সাক্ষ্য আইনের ৫৪ ধারা মোতাবেক আসামীর খারাপ চরিত্রও আদালতে প্রাসঙ্গিক হয় এবং সেখানে ব্যাখ্যা (২) অনুসারে পূর্ববর্তী দণ্ডাদেশ খারাপ চরিত্রের সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক হইবে। 

 

পূর্বরর্তী দণ্ডাদেশ সাক্ষ্য আইনের ৫৪ ধারা ছাড়াও অন্যান্য কিছু ধারা ও অবস্থার প্রেক্ষিতে প্রাসঙ্গিক হইতে পারে। যেমন-


(১) সাক্ষ্য আইনের ৭ ধারা অনুসারে কোনো বিশেষ পরিস্থিতির উদ্ভব হইলে, চুরির দায়ে সাজাপাপ্ত কোনো ব্যক্তি জেল পলাতক হইলে পরে বাংলাদেশ দণ্ডবিধি আইনের ২২৪ ধারার বিচারকালে ঐ ব্যক্তির পূর্ববর্তী ডণ্ড প্রাসঙ্গিক হইবে। 

 

(২) সাক্ষ্য আইনের ৮ ধারা মোতাবেক অপরাধের মোটিভ হিসাবে পূররবর্তী দণ্ড প্রাসঙ্গিক হইবে।

 

(৩) সাক্ষ্য আইনের ৯ ধারা অনুসারে কোনো প্রাসঙ্গিক বিষয়কে সমর্থন করিবার জন্য পূর্ববর্তী দণ্ড প্রাসঙ্গিক।

 

(৪)সাক্ষ্য আইনের ১১ ধারা মোতাবেক আসামীর অজুহাত হিসাবে পূর্ববনর্তী দণ্ড প্রাসঙ্গিক হইতে পারে। যেমন- ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ব্যক্তি জেলখানায় আটক থাকা অবস্থায় কোনো চুরির ঘটনায় অভিযুক্ত হইলে। 

 

(৫) সাক্ষ্য আইনের ১৪ ধারা মোতাবেক বিশেষ মানসিক অবস্থা দেখানোর জন্য পূর্ববর্তী দণ্ড প্রাসঙ্গিক হইতে পারে। ব্যাখ্যা-২, উদাহরণ (খ)। 

 

(৬) বর্ধিত দণ্ড প্রদানের ক্ষেত্রে দণ্ডবিধি আইনের ৭৫ ধারা মোতাবেক পূর্ববর্তী দণ্ড প্রাসঙ্গিক, যদি অভিযুক্ত ব্যক্তি দণ্ডবিধির দ্বাদশ বা সপ্তদশ অধ্যায়ের অপরাধে পূর্বে দণ্ডিত হইয়া পূনরায় একই ধরণের অপরাধে বিচারের সম্মুখীন হয়। 

 

(৭) পাবলিক জুয়া আইনের ১৫ ধারা এবং বেঙ্গল জুয়া আইনের ১৩ ধারায় যেখানে বর্ধিত দণ্ডের বিধান রহিয়াছে। সেইক্ষেত্রে পূর্ববর্তী দণ্ড প্রাসঙ্গিক হইতে পারে। 

 

(৮) সাক্ষ্য আইনের ৫৪ ধারার ব্যাখ্যা-২ অনুসারে কোনো সাক্ষী তাহার পূর্ববর্তী দণ্ডের কথা অস্বীকার করিয়া থাকিলে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা খণ্ডনের জন্য তাহার পূর্ববর্তী দণ্ডের প্রমাণ উপস্থাপন করা প্রাসঙ্গিক। 

 

(৯) স্বভাব প্রমাণের জন্য দণ্ডবিধি আইনের ৪০০ ও ৪০১ ধারার অধীনে মামলার পূর্ববর্তী  দণ্ডের সাক্ষ্য প্রাসঙ্গিক। 

 

(১০) অনুরূপভাবে সাক্ষ্য আইনের ৫৪ ধারার ব্যাখ্যা-২ অনুসারে ফৌজদারী কার্যবিধি ১১০ ধারার অধীন অসদুপায়ে জীবিকার্জন মামলায় অর্থাৎ চরিত্র প্রমাণের জন্য পূর্ববর্তী দণ্ডের সাক্ষ্য প্রাসঙ্গিক। 

 

(১১) সাক্ষ্য আইনের ৪৩ দারার দৃষ্টান্ত (ঙ) অনুসারে পূর্বে চুরির দায়ে দণ্ডিত ব্যক্তি আবারও চুরি মামলায় অভিযুক্ত হইলে বিচারকালে তাহার পূর্ববর্তী দণ্ড প্রাসঙ্গিক হইবে।