⚖️ রাজসাক্ষী কাহাকে বলে?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 2 weeks ago
  • Category: ফৌজদারী কার্যবিধি

রাজসাক্ষী অর্থাৎ রাজার সাক্ষী। অপরাধ দমনের দায়িত্ব রাষ্ট্রের এবং এই কারণে অধিকাংশ অপরাধের মামলার বাদী রাষ্ট্র। প্রাচীনকালে কোনো মামলার বাদী হইতেন রাজা। এই ধরণের সাক্ষী তাই রাজসাক্ষী। রাজসাক্ষী অপরাধ সংঘটনের একজন সহায়ক ব্যক্তি এবং তাই সে একজন সাক্ষীও বটে। ফৌজদারী কার্যবিধি আইনের ৩৩৭ ধারা মোতাবেক কেবলমাত্র দায়রা আদালতে বিচারযোগ্য কোনো অপরাধ বা ১০ বছর পর্যন্ত কারাদন্ডে দন্ডনীয় কোনো অপরাধ বা বাংলাদেশ দন্ডবিধি আইনের ২১৬(ক), ৩৬৯, ৪০১, ৪৩৫ বা ৪৭৭(ক) ধারার কোনো অপরাধের ক্ষেত্রে আদালত অপরাধটির তদন্ত, অনুসন্ধান বা বিচারের কোনো পর্যায়ে অপরাধটির সহিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা সে সম্পর্কে গোপন তথ্যের অধিকারী বলিয়া অনুমিত কোনো ব্যক্তির সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে তাহাকে (আসামী) এই শর্তে ক্ষমা করিবার প্রস্তাব দিতে পারেন যে, তাহার জানা মতে অপরাধ সম্পর্কিত সামগ্রিক অবস্থা এবং উহা সংঘটনের ব্যাপারে মূল অপরাধী বা সহায়তাকারী হিসাবে জড়িত প্রত্যেকটি লোক সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করিলে তাহাকে ক্ষমা করা হইবে। এই ক্ষমা গ্রহণ করাই রাজসাক্ষী।


শর্ত সমুহ:

(১) অপরাধটি যখন অনুসন্ধান বা বিচারের পর্যায়ে থাকে।

(২) ক্ষমা প্রদান সংক্রান্ত আদেশের কপি আসামীর আবেদন সাপেক্ষে আদালত খরচের বিনিময়ে বা বিনা খরচে দিতে পারেন।

(৩) ক্ষমা গ্রহণকারী আসামী আদলতে সাক্ষী হিসাবে গণ্য হইবে।

(৪) এই ক্ষমার লক্ষ্য হইল যাহাতে সাক্ষ্যের অভাবে অপরাধী শাস্তি হইতে অব্যাহতি না পায়।

(৫) ফৌজদারী কার্যবিধি আইনের ৩৩৮ ধারা মোতাবেক বিচারকারী দায়রা আদালত বিচারকালে ক্ষমা মঞ্জুর করতে পারেন।

(৬) ফৌজদারী কার্যবিধি আইনের ৩৩৯(ক) ধারা অনুসারে যদি সাব্যস্ত হয় যে, ক্ষমা গ্রহণকারী (রাজসাক্ষী) যথাযথ শর্ত পালন করিয়াছে। তবে বিচার আদালত তাহাকে খালাশ দিতে পারেন।

(৭) শর্তভঙ্গ করিলে রাজসাক্ষী আর সাক্ষী থাকে না, আসামী হইয়া যায়।

(৮) রাজসাক্ষীর সাক্ষ্যে অন্য সহযোগী আসামীর শাস্তি হইতে পারে।


রাজসাক্ষী তাহার ক্ষমতা প্রদর্শনের শর্ত লংঘন করিলে পিপি সাহেবের আবেদনের প্রেক্ষিতে বিচার আদালত সেই অপরাধের জন্য অথবা একই বিষয়ে সে যে অপরাধে দোষী বলিয়া প্রতীয়মান হয়, সেই অপরাধের জন্য বিচারে রাজসাক্ষীর শাস্তি হইতে পারে। অর্থাৎ তথ্য গোপন করিলে তাহার শাস্তি হইতে পারে।