⚖️ খুনসহ ডাকাতি মামলার এজাহারে কি কি বিষয় উল্লেখ থাকা আবশ্যক?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 17 hours ago
  • Category: ফৌজদারী কার্যবিধি
ডাকাতি একটি জঘন্য অপরাধ। খুনসহ ডাকাতি আরও জঘন্য। তাই খুনসহ ডাকাতির অভিযোগ যখন থানায় পৌঁছে তখন অফিসার ইনচার্জ সর্বাধিক গুরুত্ব প্রদান করে এই অপরাধের সঠিকভাবে মামলা রুজুর ব্যবস্থা গ্রহণ করবেন। ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারা এবং পিআরবি ২৪৩ প্রবিধান মোতাবেক বিপি ফরম নং ২৭ এর মাধ্যমে মামলা রুজু করতে হবে। এই ক্ষেত্রে মৌখিক এজাহার গ্রহণ কপরতে হবে, লিখিত এজাহার গ্রহণ করা যাবে না। এজাহার লিপিবদ্ধ করার পর এজাহারকারীকে এজাহার পড়ে শুনাইতে হবে। এজাহারে বাদীর স্বাক্ষর নিতে হবে এবং নিজেকেও নাম পদবীসহ স্বাক্ষর করতে হবে। এজাহার লিপিবদ্ধ করার সময় নিম্নলিখিত বিষয়গুলি এজাহারে সন্নিবেশিত করতে হবেঃ  

(১) ঘটনার তারিখ ও সময় বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে। 

(২) এজাহারের বক্তব্য অনুসারে দন্ডবিধির ৩৯৬ ধারায় মামলা রুজু করতে হবে এবং সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। 

(৩) ডাকাতদল কর্তৃক লুন্ঠিত মালামালের বিবরণ এবং মূল্য তালিকা দিতে হবে। 

(৪) সন্দিগ্ধ আসামীর নাম এজাহারের কলামে লেখা যাবে না। 

(৫) সনাক্তকৃত আসামী থাকলে সনাক্তকরণ চিহ্নাদীর বিবরণসহ এজাহারের কলামে ক্রমিক নম্বার দিয়ে প্রাপ্ত ঠিকানা ও বয়স উল্লেখ করতে হবে। 

(৬) এজাহারের কলামে ঘটনাস্থলের নাম, ইউনিয়ন পরিষদ ও মৌজার নাম ও নম্বর এবং থানা হতে কোন দিকে, কতো দূরে তা উল্লেখ করতে হবে। 

(৭) এজাহারের কলামের পৃষ্ঠার একদম উপরে ঘটনাস্থলে যাতায়াতের রাস্তা বা পথ বিশেষভাবে উল্লেখ করতে হবে। 

(৮) ডাকাতির ঘটনায় খুন হওয়া ব্যক্তির লাশ কখন হতে কোথায় পড়ে আছে তা উল্লেখ করতে হবে। 

(৯) ডাকাতরা কিভাবে কোন পথে ঘটনাস্থলে প্রবেশ করে কতক্ষণ ডাকাতি করেছিলো এবং ডাকাতি শেষে কোন দিকে চলে গেছে তা উল্লেখ করতে হবে। 

(১০) ডাকাতরা সংখ্যায় কতজন ছিলো এবং ঘটনাস্থলে ঘটনার সময় কে কি করেছিলো বা কোথায় কতজন ছিলো এবং তাদের আচরণ কেমন ছিলো। 

(১১) ডাকাতরা গৃহে প্রবেশ করে কি কি করেছে এবং অপরাধ প্রক্রিয়ার সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে। 

(১২) ডাকাতদের দৈহিক বর্ণনা, পরনের কাপড়-চোপড়ের বর্ণনা এবং তারা কি ভাষায় কথা বলেছে তা উল্লেখ করতে হবে। 

(১৩) ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্র, মারাত্মক অস্ত্র, টর্চ লাইট ইত্যাদি ছিলো কি না। 

(১৪) কোন ডাকাত কাকে কি দিয়ে আঘাত করেছিলো।

(১৫) কার দ্বারা কি অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে কোন স্থানে নিহত ব্যক্তি খুন হয়েছে। 

(১৬) ডাকাতরা কি কি মালামাল ও নগদ টাকা কিভাবে লুন্ঠণ করেছে এবং কিভাবে বহন করেছে। লুন্ঠিত দ্রব্যের সঠিক তালিকা, অনুমান মূল্যসহ উল্লেখ করতে হবে। 

(১৭) সাক্ষী বা ঘরের বাসিন্দা কে কি দেখেছে তা লিখতে হবে। 

(১৮) ঘটনার সময়ে ঘটনাস্থলে কোনো ধরণের আলো ছিলো কিনা।

(১৯) ঘটনায় ব্যবহৃত কোনো অস্ত্রশস্ত্র ডাকাতরা ফেলে গেছে কিনা।

(২০) ডাকাতের মুখ মন্ডলে বা শরীরে কোনোরুপ সনাক্তযোগ্য চিহ্ন ছিলো কিনা। যেমন-গালে কাটা দাগ, হাতে উল্কি, মুখে গোঁপ ইত্যাদি।

(২১) বাদী, সাক্ষী বা ঘরের বাসিন্দা ডাকাতদের পুনরায় দেখলে চিনতে পারবে কিনা। 

(২২) ডাকাতরা ঘটনাস্থলে কতক্ষণ ডাকাতি করেছে এবং বিশেষ কোনো ডাকাতের বিশেষ কোনো অপরাধ প্রক্রিয়া বা সিগ্নেচার এস্পেক্ট ছিলো কিনা।

(২৩) উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোছরের জন্য Express Letter, এজাহারের কপি প্রেরণ পূর্বক তদন্ত ও প্রতিরোধ মূলক কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা উল্লেখ করতে হবে। 

(২৪) বিলম্বে এজাহার দাখিলের সঠিক ব্যাখ্যা দিতে হবে। 

Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন