⚖️ বস্তুসাক্ষ্য বলিতে কি বুঝায়?
- Author: MD Sirajul Islam, Inspector of Police
- Published: 2 weeks ago
- Category: অপরাধ বিজ্ঞান
কোনো বস্তু আদালতে উপস্থাপিত হইলে ঘটনার প্রাসঙ্গিকতায় সেই বস্তু নিজেই একজন সাক্ষী হিসাবে গণ্য হয়। কোনো মামলার তদন্তকালে ঘটনাস্থল হইতে তদন্তকারী অফিসার কর্তৃক এইরূপ সংগৃহীত বস্তু বা আলামতই বস্তুসাক্ষ্য। যেমন সিধেঁল চুরির মামলায় জব্দকৃত সিধকাঠি কেননা, বস্তুই কথা বলে। অপরাধের সাথে অপরাধীর যোগসূত্র স্থাপনকারী বস্তুই বস্তুসাক্ষ্য। এই সাক্ষীর অপর নাম হইল, ফরেনসিক সাক্ষ্য। ইহা প্রধানত তিন প্রকার। যথ-
(১) ঘটনা সংশ্লিষ্ট বস্তুসাক্ষ্যঃ
কোনো অপরাধ ঘটনার সহিত অবিচ্ছেদ্যভাবে জড়িত কোনো মালামাল এবং ঘটনার পর পুলিশ কর্তৃক উদ্ধারকৃত সেই মালামালই এই ধরণের বস্তুসাক্ষ্য। যেমন- চুরি মামলায় চোরাই এবং চোরাই উদ্ধার মালামাল।
(২) অপরাধীর সাথে সংশ্লিষ্ট বস্তুসাক্ষ্যঃ
অপরাধের সহিত অপরাধীর যোগসূত্র স্থাপনকারী বস্তুসাক্ষ্যগুলি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই সাক্ষ্য দ্বারা কোনো ঘটনা সরাসরি প্রমাণিত বলিয়া গণ্য না হইলেও অপরাধীর এই ঘটনায় সংশ্লিষ্টতা প্রমাণিত হইতে পারে। অপরাধে সংশ্লিষ্ট বস্তুসাক্ষ্য অন্যান্য আনুষাঙ্গিক বা সমর্থনযোগ্য পারিপার্শ্বিক সাক্ষ্যের সহিত একত্রিত হইয়া ঘটনাকে আদালতে প্রতিষ্ঠিত করিতে পারে। যেমন- আঙ্গুলের ছাপ, পায়ের ছাপ ইত্যাদি। অপরাধস্থলে বা ভিকটিম ব্যক্তির শরীরে প্রাপ্ত বস্তুসাক্ষের যেমন- আঙ্গুলের ছাপ, রক্ত, ব্যবহূত অস্ত্র ইত্যাদি পরবর্তিতে ফরেনসিক বিজ্ঞানের বিশেষজ্ঞ কর্তৃক পরীক্ষা করাইয়া ধৃত বা সন্দিগ্ধ ব্যক্তির সহিত অপরাধের সম্পর্ক স্থাপন করা গেলে অপরাধটি প্রমাণ করা সহজতর হয়।
(৩) প্রামাণিক বস্তুসাক্ষ্যঃ
যে সকল বস্তুসাক্ষ্য ঘটনার অস্তিত্ব ও অপরাধীর সংশ্লিষ্টতা সম্পর্কে প্রমাণ্য বস্তু হিসাবে ব্যবহূত হইয়া থাকে। তাহাকেই প্রামাণিক বস্তুসাক্ষ্য বলা হয়। যেমন- ঘটনাস্থলে প্রাপ্ত গুলির খোসা, পায়ের জুতা, কোনো বস্ত্র, সিধকাঠি ইত্যাদি।
কয়েকটি বস্তুসাক্ষ্যের নাম নিম্নে উল্লেখ করা হইলঃ
(১) আঙ্গুলের ছাপ,
(২) পায়ের ছাপ বা চিহ্ন,
(৩) জুতা বা জুতার দাগ,
(৪) রক্ত,
(৫) চুল,
(৬) রং,
(৭) বস্ত্র খণ্ড,
(৮) বীর্য বা শুক্র,
(৯) প্রসাবের দাগ,
(১০) হাতের লেখা,
(১১) আগ্নেয়াস্ত্র,
(১২) অস্ত্র,
(১৩) মাটি,
(১৪) কাচের টুকরা,
(১৫) চামড়া,
(১৬) গুলির খোসা, কার্তুজ,
(১৭ মল-মূত্র,
(১৮) দাত,
(১৯) সিঁদকাঠি,
(২০) চোরাইমাল ইত্যাদি।