⚖️ থানার মূল্যবান রেজিস্টারগুলি কি কি?
- Author: MD Sirajul Islam, Inspector of Police
- Published: 4 days ago
- Category: পিআরবি
থানা হইল পুলিশের মাঠ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইউনিট। অপরাধ ও অপরাধীর যাবতীয় তথ্য সর্ব প্রথমে থানায় পুলিশ রেকর্ডভুক্ত করা হয়। পিআরবি-৩৭৩ বিধি মোতাবেক থানায় চালু থাকা মোট ৮৬টি ফাইল ও রেজিস্টারের তালিকা উল্লেখ আছে। উল্লিখিত রেজিস্টার সমূহের মধ্যে থানায় ব্যবহুত মূল্যবান রেজিস্টারগুলির বিষয়ে নিম্নে উল্লেখ করা হইল।
(১) এজাহার বহি বা প্রাথমিক তথ্য বিবরণী (FIR): যেকোনো আমলযোগ্য অপরাধের প্রাথমিক সংবাদ উহাতে রেকর্ড করা হয় (ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪ ধারা এবং পিআরবি-২৪৩ বিধি)।
(২) জেনারেল ডায়রী বা জিডি: এই রেজিস্টার থানার যাবতীয় কর্মকান্ডের দৈনিক বিবরণ লিপিবদ্ধ করা হয়। ২৪ ঘন্টাই ইহার কার্যক্রম চালু থাকে (ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪/১৫৫ ধারা এবং পিআরবি-৩৭৭ বিধি এবং পুলিশ আইনের ৪৪ ধারা)।
(৩) নন-এফআইআর (Non FIR) মামলার রেজিস্টার: যে সকল অপরাধের অভিযোগের সরাসরি মামলা রুজু করা হয় না সেইগুলি এই রেজিস্টারে লিপিবদ্ধ করিয়া প্রসিকিউশন দাখিল করা হয় (পিআরবি-২৫৪ বিধি, বিপি ফরম নং-৩৪)।
(৪) অপমৃত্যু মামলা সংক্রান্ত প্রাথমিক বিবরণী: সকল প্রকার অপমৃত্যু মামলার এজাহার এর অভিযোগ এই রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় (পিআরবি-২৯৯ বিধি, বিপি ফরম নং-৪৮)।
(৫) গ্রেফতারী পরোয়ানা রেজিস্টার: আদালত হইতে থানায় প্রাপ্ত সকল প্রকার গ্রেফতারী পরোয়ানা এই রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় এবং তামিল করা হয় (পিআরবি-৩২৩ বিধি, বিপি ফরম নং-৫৬)।
(৬) জরিমানা পরোয়ানা রেজিস্টার: জরিমানা আদায়ের জন্য আদালত হইতে পরোয়ানা পাওয়া গেলে এই রেজিস্টারে লিপিবদ্ধ করিয়া উহা তামিল করা হয় এবং তামিল শেষে আদালতকে জানাইতে হয় (পিআরবি-৩৮২ বিধি, বিপি ফরম নং-৭২)।
(৭) পত্র প্রাপ্তি এবং পত্র প্রেরণ রেজিস্টার: থানায় পত্র প্রাপ্তি এবং থানা হইতে পত্র প্রেরণের জন্য এই রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা হয়। পত্র প্রেরণ রেজিস্টার একটি অংশ এবং পত্র প্রাপ্তি রেজিস্টার পাচটি অংশে সংরক্ষণ করা হয় (পিআরবি-৩৭৬ বিধি)। যেমন-
(ক) আদালত হইতে পত্র প্রাপ্তি রেজিস্টার,
(খ) পুলিশ বিভাগ হইতে পত্র প্রাপ্তি রেজিস্টার,
(গ) ইনকোয়ারী শ্লিপ (ES) প্রাপ্তি রেজিস্টার,
(ঘ) জেলা বিশেষ শাখা (DSB) হইতে পত্র প্রাপ্তি রেজিস্টার,
(ঙ) বিবিধ পত্র প্রাপ্তি রেজিস্টার।
(৮) সাজাপ্রাপ্ত পলাতক ও ফেরারী অপরাধী রেজিস্টার: বিপি ফরম নং-৬৬ এর ছক মোতাবেক দুই খন্ডে এই রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা হইয়া থাকে। প্রথম খন্ডে যাহাদের বাসস্থান যে থানার অন্তর্গত এবং দ্বিতীয় খন্ডে যাহারা এই থানা এলাকায় অপরাধ করে, তাদের বাসস্থান অজানা বা অন্য থানায় অথবা এই থানার সীমানার ভিতরে অপরাধীর আত্মীয় স্বজন বাস করে (পিআরবি ৩৭৮)।
(৯) সম্পত্তি রেজিস্টার: বিপি ফরম নং-৬৮ এর ছকে এই রেজিস্টার সংরক্ষণ করা হইয়া থাকে। উহাতে চুরি যাওয়া সকল সম্পত্তি, আলামত, দাবীদারহীন সকল সম্পত্তি, সন্দিগ্ধ মালামাল ইন্টেস্টেড সম্পত্তি, পলাতক অপরাধীর ক্রোককৃত সম্পত্তি, চোরাই উদ্ধার সম্পত্তি অর্থাৎ পুলিশ কর্তৃক জব্দকৃত সকল মালামালই এই রেজিস্টারে লিপিবদ্ধ করিতে হয় (পিআরবি ৩৭৯)।
(১০) খতিয়ান পরিদর্শন রেজিস্টার: বিপি ফরম নং-৬৯ এর নির্ধারিত ছকে এই রেজিস্টার সংরক্ষণ করা হইয়া থাকে। থানায় মামলা রুজু হওয়ার পর হইতেই এই রেজিস্টারের কলামগুলি পূরণ করা হইতে থাকে। উহাতে ২৩টি কলাম রহিয়াছে। প্রত্যেক মাসের মামলার ক্রমিক নম্বারের ক্রমনুসারে উহাতে লিপিবদ্ধ করিতে হয়। এই রেজিস্টারকে থানার আয়না বলা হয়। কারণ ইহাতে বাদীর নাম, ঘটনাস্থলের নাম, তদন্তকারী অফিসারের নামসহ তদন্ত ফলাফল উল্লেখ থাকে (পিআরবি ৩৮০)।
(১১) ভিলেজ ক্রাইম নোট বুক (BCNB): ইহা থানার অতিগুরুত্বপূর্ণ রেজিস্টার। ইহাতে অপরাধ এবং অপরাধীর বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করা হয়। ইহা অপরাধের তথ্য ভান্ডার। উহার ৫টি অংশ এবং উহা অপ্রকাশিত সরকারী দলিল। বিপি ফরম নং- ৭৮-৮৩ এর ছকে লিপিবদ্ধ করা হইয়া থাকে। থানার প্রতিটি ইউনিয়নের জন্য একটি করিয়া ভলিয়ম তৈরী করিতে হয়। অফিস প্রধানের অনুমতি ছাড়া কেউ উহা আদালতেও উপস্থাপন করিতে পারিবে না।
(১২) অস্ত্র রেজিস্টার: পিআরবি ৩৮৪ এর বিধান মোতাবেক সকল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন অনুসারে অস্ত্র রাখার জন্য লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিদের তালিকা প্রেরণ করা হইলে বিপি ফরম নং-৭৩ এর ছক মোতাবেক এই রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়।
(১৩) থানায় জমাকৃত অস্ত্র-গোলাবারুদ সংক্রান্ত রেজিস্টার: পিআরবি ৫২৯ এর বিধান মতে থানায় জমাকৃত অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামাদি সম্পর্কে বিপি ফরম নং ১১৩ এর ছক মোতাবেক এই রেজিস্টার সংরক্ষণ করা হয়।
(১৪) ইন্সপেকশন রেজিস্টার: পিআরবি ১১১২ বিধান মতে বিপি ফর্ম নং২০৭ এর ছক মোতাবেক থানায় ইন্সপেকশন রেজিস্টা সংরক্ষণ করা হয়। উর্ধতন অফিসারগণ থানা পরিদর্শনে গেলে উহাতে পরিদর্শন মন্তব্য লিপিবদ্ধ করিয়া থাকেন। তাহারা প্রয়োজনীয় আদেশ, উপদেশ ও নির্দেশ প্রদান করিয়া থাকেন। এই রেজিস্টারের মন্তব্যের উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিয়া উর্ধতন অফিসারকে অবহিত করিতে হয়।