Featured Posts
Trending Posts

ডাকাতি মামলা তদন্তের নিয়ম কি?
6 days ago
MD Sirajul Islam, Inspector of Police
" বাংলাদেশ দন্ডবিধি আইনের ৩৯১ ধারার বিধান মোতাবেক পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে কোনো দস্যুতা অনুষ্ঠান করলে বা করার উদ্যোগ গ্রহণ করলে প্রত্যেক ব্যক্তি ডাকাতির অপরাধে অপরাধী হবে। ডাকাতি মামলা একটি গুরুত্বপূর্ণ মামলা। তদন্তকারী অফিসারকে গুরুত্ব সহকারে ডাকাতি মামলা তদন্ত করতে হয়। ডাকাতি মামলা রুজু হওয়ার সাথে সাথে নিজ থানা সহ পার্শ্ববর্তী থানা সমূহে শোরগোল বা হৈ চৈ পড়ে যায়। দ্রুত আসামী গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করার নিমিত্তে পার্শ্ববর্তী থানা সমূহে হৈ চৈ বিজ্ঞপ্তি প্রেরণ করতে হয়। কাজেই তদন্তকারী অফিসারকে অত্যন্ত ধৈর্য, সহিষ্ণুতা এবং তীক্ষ্ম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তদন্তে অগ্রসর হতে হয়। এই ধরণের মামলার তদন্তে রওয়ানা হওয়ার পূর্বে ভিলেজ ক্রাইম নোট বুক (ভিসিএনবি) ভালোভাবে পর্যালোনা করে বিগত ৫ বৎসর যেসব অপরাধী ডাকাতির কাজে সক্রিয় ছিলো এবং ডাকাতির অপরাধে সাজা ভোগ করেছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করতে হবে। বর্তমানে সিডিএমএস প... " Learn More

নিজের জীবন ও সম্পত্তি রক্ষার অধিকারগুলি কি কি?
2 months ago
MD Sirajul Islam, Inspector of Police
" আত্মরক্ষার অধিকার বলতে নিজের দেহ বা সম্পত্তি অন্যের আক্রমণ হতে রক্ষা করার অধিকারকে বুঝায়। কোন পরিস্থিতিতে এবং কোন পদ্ধতিতে কতটুকু পর্যন্ত এ ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে তা দন্ডবিধির ৯৬ ধারা হতে ১০৬ ধারায় আলোচিত হয়েছে। ব্যক্তিগত প্রতিরক্ষায় কৃত বিষয়সমূহ (দন্ডবিধির ৯৬ ধারা)। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নয়। শরীর ও সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত অধিকার (দন্ডবিধির ৯৭ ধারা)। দন্ডবিধির ৯৯ ধারায় বর্ণিত বিধিনিষেধ সাপেক্ষে প্রত্যেক ব্যক্তির-প্রথমতঃ মানবদেহ ক্ষুন্নকারী যে কোনো অপরাধের বিরুদ্ধে তার স্বীয় দেহ ও অন্য যে কোনো ব্যক্তির দেহের,দ্বিতীয়তঃ চুরি, দস্যুতা, অনিষ্ট, অপরাধমূলক অনধিকার প্রবেশের অথবা চুরি, দস্যুতা, অনিষ্ট বা অপরাধমূলক অনধিকার প্রবেশের উদ্যোগের বিরুদ্ধে স্বীয় বা অপর কোনো ব্যক্তির অস্থাবর বা স্থাবর সম্পত্তির উপর প্রতিরক্ষা অধিকার থাকবে। অপ্রকৃতিস... " Learn More

অপরাধের সাধারণ ব্যতিক্রম সমূহ কি কি?
2 months ago
MD Sirajul Islam, Inspector of Police
" ফৌজদারী কার্যবিধি এবং জেনারেল ক্লাসেস এ্যাক্ট অনুসারে অপরাধ বলতে বর্তমান বলবৎ যে কোনো আইনে দন্ডযোগ্য যে কোনো কার্য বা কার্যবিরতিকে বুঝায়। তবে সরল বিশ্বাসে সম্পাদন, কোনো ব্যক্তি বিশেষ কর্তৃক সম্পাদন, তথ্যজনিত ভূল, আইনগত অধিকার, আত্মরক্ষার অধিকার ইত্যাদির কারণে উক্ত কার্য বা কার্যবিরতি অপরাধ হিসেবে গণ্য নাও হতে পারে। যেসব ক্ষেত্রে দন্ডযোগ্য কোনো কার্য অপরাধ নয়ঃ যেসব ক্ষেত্রে কোনো দন্ডনীয় কার্য বা কার্যবিরতি অপরাধ হিসেবে গণ্য হয় না, তা দন্ডবিধির ৭৬ হতে ৯৫ ধারায় সাধারণ ব্যতিক্রম হিসেবে বর্ণিত হয়েছে। আইন বলে বাধ্য বা ভূল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য বলিয়া বিশ্বাসকারী ব্যক্তি বিশেষ কর্তৃক সম্পাদিত কার্য (দন্ডবিধির ৭৬ ধারা)। যে ব্যক্তি কোনো কিছু সম্পাদন করার জন্য আইনগতভাবে বাধ্য অথবা তথ্যের ভূল ধারণাবশত, আইনের ভূলধারণাবশত নয়, সরল বিশ্বাসে নিজেকে কোনো কিছু সম্পাদন করার জন্য আইন বলে বাধ্য বলিয়া বিশ্বাস করে, স... " Learn More

মানহানি বলিতে কি বুঝায়?
3 months ago
MD Sirajul Islam, Inspector of Police
" নাট্যকার সেক্সপিয়ার বলিয়াছেন যে, প্রতিটি মানুষের নিকট তাহার সুনামই হইল বড় ঐশ্বর্য। নিন্দাবাদ দ্বারা কাহারো সুনাম নষ্ট করা বা ক্ষুন্ন করাকেই মানহানি বলে। সুনাম হইল সম্পত্তি। তবে স্থাবর বা অস্থাবর সম্পত্তি নহে। বিদেহী বা ইনকরপোরিয়াল সম্পত্তি। সুনাম নামক সম্পত্তি অনুভব করা গেলেও ছোঁয়া যায় না। দেহী বা করপোরিয়াল সম্পত্তি যদি মূল্যবান হয়, তবে সুনাম অমূল্য সম্পদ। যে ব্যক্তির সুনাম নষ্ট হইয়া যায়, তিনি একেবারেই নিঃস্ব হইয়া পড়েন। এই সুনাম হইল কাহারো নামের, যশের তথা চরিত্রের সুনাম। চরিত্রের সুনাম নষ্ট করা মানহানি। নিম্নলিখিত উপায়ে মানহানি ঘটিতে পারেঃ (১) মৃত ব্যক্তিকে নিন্দা করাও মানহানি হইতে পারে, যদি নিন্দার ধরণ এমন হয় যে, মৃত ব্যক্তি জীবিত থাকিলে তাহার মানহানি হইতো এবং উহা দ্বারা পরিবারের সদস্য ও নিকট আত্মীয়ের অনুভুতি আঘাতপ্রাপ্ত হইত। (২) কোনো কোম্পানি বা সংঘ বা অনুরূপ ব্যক্তির সমাবেশ সম্পর্কে কোনো নিন্দা করা মানহ... " Learn More

আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার
3 months ago
MD Sirajul Islam, Inspector of Police
" আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার-প্রত্যেক মানুষের আইনগত অধিকার। মানুষ জন্মের পর পরই এই অধিকার প্রাপ্ত হন। এই অধিকার মানুষের সহজাত অধিকার এবং ইহার প্রয়োগে মানুষ নিজের জান মাল এবং অপরের জান মাল সুরক্ষা করিতে পারে। এই অধিকার প্রয়োগ করিতে যাইয়া মানুষকে প্রয়োজনে আক্রমনকারীর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করিতে হয় এবং এইরূপ শক্তি প্রয়োগকালে কৃত কোন কিছুই অপরাধ নহে। বাংলাদেশ দন্ডবিধি আইনের ৯৬/৯৭ ধারায় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে উল্লেখ করা হইয়াছে। উল্লিখিত ধারা অনুসারে এবং বাংলাদেশ দন্ডবিধি আইনের ৯৯ ধারার শর্ত সাপেক্ষে প্রত্যেক ব্যক্তি নিজের জান মাল এবং অন্য যে কোন ব্যক্তির জান মাল যে কোন অপরাধ বা ক্ষতির হাত থেকে প্রতিরক্ষা করাকেই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলা হয়।কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না-বাংলাদেশ দন্ডবিধি আইনের ৯৯ ধারার বিধানমতে নিম্নলিখিত ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না।১। পদাধিকারবলে সদব... " Learn More