Featured Posts
Trending Posts

মানহানি বলিতে কি বুঝায়?
3 weeks ago
MD Sirajul Islam, Inspector of Police
" নাট্যকার সেক্সপিয়ার বলিয়াছেন যে, প্রতিটি মানুষের নিকট তাহার সুনামই হইল বড় ঐশ্বর্য। নিন্দাবাদ দ্বারা কাহারো সুনাম নষ্ট করা বা ক্ষুন্ন করাকেই মানহানি বলে। সুনাম হইল সম্পত্তি। তবে স্থাবর বা অস্থাবর সম্পত্তি নহে। বিদেহী বা ইনকরপোরিয়াল সম্পত্তি। সুনাম নামক সম্পত্তি অনুভব করা গেলেও ছোঁয়া যায় না। দেহী বা করপোরিয়াল সম্পত্তি যদি মূল্যবান হয়, তবে সুনাম অমূল্য সম্পদ। যে ব্যক্তির সুনাম নষ্ট হইয়া যায়, তিনি একেবারেই নিঃস্ব হইয়া পড়েন। এই সুনাম হইল কাহারো নামের, যশের তথা চরিত্রের সুনাম। চরিত্রের সুনাম নষ্ট করা মানহানি। নিম্নলিখিত উপায়ে মানহানি ঘটিতে পারেঃ (১) মৃত ব্যক্তিকে নিন্দা করাও মানহানি হইতে পারে, যদি নিন্দার ধরণ এমন হয় যে, মৃত ব্যক্তি জীবিত থাকিলে তাহার মানহানি হইতো এবং উহা দ্বারা পরিবারের সদস্য ও নিকট আত্মীয়ের অনুভুতি আঘাতপ্রাপ্ত হইত। (২) কোনো কোম্পানি বা সংঘ বা অনুরূপ ব্যক্তির সমাবেশ সম্পর্কে কোনো নিন্দা করা মানহ... " Learn More

আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার
1 month ago
MD Sirajul Islam, Inspector of Police
" আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার-প্রত্যেক মানুষের আইনগত অধিকার। মানুষ জন্মের পর পরই এই অধিকার প্রাপ্ত হন। এই অধিকার মানুষের সহজাত অধিকার এবং ইহার প্রয়োগে মানুষ নিজের জান মাল এবং অপরের জান মাল সুরক্ষা করিতে পারে। এই অধিকার প্রয়োগ করিতে যাইয়া মানুষকে প্রয়োজনে আক্রমনকারীর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করিতে হয় এবং এইরূপ শক্তি প্রয়োগকালে কৃত কোন কিছুই অপরাধ নহে। বাংলাদেশ দন্ডবিধি আইনের ৯৬/৯৭ ধারায় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে উল্লেখ করা হইয়াছে। উল্লিখিত ধারা অনুসারে এবং বাংলাদেশ দন্ডবিধি আইনের ৯৯ ধারার শর্ত সাপেক্ষে প্রত্যেক ব্যক্তি নিজের জান মাল এবং অন্য যে কোন ব্যক্তির জান মাল যে কোন অপরাধ বা ক্ষতির হাত থেকে প্রতিরক্ষা করাকেই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলা হয়।কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না-বাংলাদেশ দন্ডবিধি আইনের ৯৯ ধারার বিধানমতে নিম্নলিখিত ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না।১। পদাধিকারবলে সদব... " Learn More